ভুত পেত্নি জ্বিন মার্কা হরর না।উইয়ার্ড টেলস টাইপ হরর এবং এই টাইপ হররের ফ্যান এক কথায়।লেখকের লেখনশৈলীর ফ্যান ছিলাম আগেই এটা পড়ার পর আরো একবার মুগ্ধ হলাম।
লেখার স্টাইল বেশ ভালো, অধিকাংশ গল্পই সাদামাটা। বেশ কিছু জায়গায় ইলাস্ট্রেশনগুলো স্পয়লার হিসেবে কাজ করেছে। সেরা গল্প গভীর রাতে মিষ্টির দোকানের কাহিনি মিষ্টান্ন ভান্ডার, নামহীন অজানা স্টেশনের গল্প মধ্যরাতের ট্রেন আর পাহাড় জঙ্গলের অদ্ভুত রেডিও সিগনালের গল্প বেতার বার্তা।
সাধারণত একটি গল্প সংকলনের সবগুলো গল্পই ফাটাফাটি হয় না। কিছু গল্প ভালো হয়; কিছু হয় না। তবে এই বইটার প্রায় সবগুলো গল্পই আমার ভালো লেগেছে।
১০টি গল্প রয়েছে বইটিতে। গল্পগুলো যথাক্রমে: বেজমেন্ট, সিন্দুক, মধ্যরাতের ট্রেন, সূর্যগ্রহণ, মিষ্টান্ন ভাণ্ডার, দরজার ওপাশে, কাল্পনিক, ঘরের দানো, ভালোবাসার স্বাদ, বেতার বার্তা। এর মধ্যে কয়েকটা গল্প অতিপ্রাকৃত, কয়েকটা রহস্যের, কয়েকটা আবার সাইকোলজিক্যাল।
গল্পগুলো গতানুগতি হরর গল্প থেকে আলাদা। শরীরে শিহরণ জাগাবে না। কিন্তু ভালো লাগার মতো। বিশেষ করে গল্প শেষের টুইস্টগুলো। বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই ভাববেন এক, হবে আরেক।
বেতার বার্তা, ভালোবাসার স্বাদ আর মিষ্টান্ন ভাণ্ডার গল্প তিনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া বেজমেন্ট, মধ্যরাতের ট্রেন, দরজার ওপাশে, ঘরের দানো গল্পগুলোও বেশ ভালো লেগেছে।
লেখকের লেখনশৈলী ভালো এবং খুব ভালোর মাঝামাঝি। আমার ধারণা চেষ্টা করলে উনি আরো দারুণ বর্ণনা দিতে পারবেন।
সবমিলিয়ে বইটা ভালো লেগেছে। ছোট্ট সাইজের হরর পছন্দ করেন যারা তারা পড়তে পারেন।