মহাদেব সাহা তার জীবনের গল্প বলেছেন "কবিতার জীবন" বইতে। কবির ভাষা সুন্দর তবে পরিসর অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় পড়ে তৃপ্তি পাওয়া গেলো না। তিনি এমন একটা সময়ের মানুষ যে তার জীবনের প্রায় সব ঘটনাই আগ্রহোদ্দীপক। ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের ঘটনা যেমন আছে তেমনি আছে ষাটের দশকের সাহিত্য আন্দোলনের মুখরিত দিনের কথাও। একটা ঘটনা বিশেষভাবে মনে দাগ কেটেছে। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় কবি অনির্দিষ্টকালের জন্য নিজগ্রামে ফেরত আসেন। তার গ্রামের স্কুলটি তখন বন্ধ হয়ে গেছে। মহাদেব সাহা নিজ উদ্যোগে, অক্লান্ত পরিশ্রম করে, গ্রামবাসীদের সহায়তায় সেই স্কুল আবার চালু করেন। পরে স্কুলটি সরকারি অনুমোদন লাভ করে। অসুস্থ শরীর নিয়ে এতো অল্প বয়সে তার এই কাজ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। অবশ্য সময়টাই ছিলো আশ্চর্য সব ঘটনায় ভরা। মহাদেব সাহা দীর্ঘ পরিসরে লিখলে আমরা অসাধারণ একটা আত্মজীবনী পেতে পারতাম।