What do you think?
Rate this book


28 pages, Hardcover
First published January 1, 1970
কিন্তু! সবাইকে হতাশ করে দিয়ে ঊনিশ জন মানুষের অভিসম্পাত কুড়োতে কুড়োতে শিশুটি ভূমিষ্ট হলো।
আর সঙ্গে সঙ্গে, দেহের সমস্ত শক্তি দিয়ে, ঊনিশ জনের একজন সেই বাচ্চাটির গলা টিপে ধরলো।
"অন্ধকারের নীচে সমাহিত মৃত নগরী।
প্রাণহীন।
যেন যুদ্ধে ক্ষতবিক্ষত তার অবয়ব।
দীর্ঘ প্রশস্ত পথে কবরের শূন্যতা।
ভাঙা কাচের টুকরো। ইটের টুকরো। আর মৃতদেহ।
কুকুরের।
বিড়ালের।
পাখির।
আর মানুষের।
একটা।
দুটি তিনটি।"
"ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।"
"তপু আর ইভা চমকে উঠলো।
দেখলো। সেই অসংখ্য মৃতদেহের মাঝখানে ওদের দুজনের মৃতদেহও পড়ে আছে।"
"শব্দের রাক্ষসগুলো আবার তাড়া করেছে পেছন থেকে।
পাগলা কুকুর নয়।
শূকর-শূকরী নয়।
কতগুলো মানুষ।
কতগুলো চেনা মুখ।
মায়ের। বাবার। ভাইয়ের বোনের।"
"গোলাগুলি থাইমে গেল দুই তিন ঘণ্টা পর দেখি বহুলোক মইরা পইড়া আছে। যা দেখলাম, মা মইরা গেছে, শিশু বাঁইচা আছে। মরা মায়ের দুধ খাচ্ছে। দুধ খাওয়ার জন্য কানতেছে। এত লাশ হাঁটার জায়গা নাই। মরার উপর দিয়ে হাঁটি চলে আসলাম..."
"নদীতে এত লাশ ছিল যে নদী হাইটেই পার হওয়া যেত..."
"একবছর নদীতে কোনো স্রোত ছিল না। মরা মানুষের গাদাগাদিতে সব বন্ধ হয়ে গিয়েছিল। শকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দু-বছর ধরে।"
"একটি মৃত মা মাটি আঁকড়ে পড়ে আছে। আর স্তন থেকে চুইয়ে পড়া দুধে আর রক্তে মাটি ভিজে গেছে। পাশে চার-পাঁচ বছরের একটি আহত ছেলে শূন্যদৃষ্টি মেলে চেয়ে আছে ওদের দিকে। আর একটি শিশু আকাশের দিকে হাত-পা ছুঁড়ে তীব্র কান্না জুড়ে দিয়েছে।"
"একটা ছেলে সামনে এগিয়ে যেতে আরেকজন পেছন থেকে ধরে ফেলল। কোথায় যাচ্ছ?এরা মরে। বিশ্বাস করেই মরে। ধর্মের নামে। জাতীয়তার নামে। ভাষার নামে। গোত্রের নামে। দোষ না করেই মরে। অথবা দোষ করেই মরে। মানবজন্মের অপরাধ কি যেনতেন অপরাধ?তাই,
দরজা খুলে দেব।
না। না। না। অনেকগুলো কণ্ঠস্বর একসাথে প্রতিবাদ করল।
না। না। না।
কেন?
ওরা আমাদের মেরে ফেলবে।
মরতে হলে বিশ্বাস করেই মরব।"
"অন্ধকারের নীচে সমাহিত মৃত নগরী।
প্রাণহীন।
যেন যুদ্ধে ক্ষতবিক্ষত তার অবয়ব।
দীর্ঘ প্রশস্ত পথে কবরের শূন্যতা।
ভাঙা কাচের টুকরো। ইটের টুকরো। আর মৃতদেহ।
কুকুরের।
বিড়ালের।
পাখির।
আর মানুষের।
একটা।
দুটি তিনটি।"
"ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।”
ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়। আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁদি ছিলো। তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে। আমার বাবাকে হত্যা করে মেরেছে ভিয়েতনামে। আর আমার ভাই, তাকে ফাঁসীতে ঝুলিয়ে মেরেছে ওরা। কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো।।