What do you think?
Rate this book


165 pages, Hardcover
First published January 1, 1993
খরিদ্দার ঢুকলো, দোকানদার অসম্ভব দাম বললেন। তারপর প্রশ্নোত্তর নিম্নরূপ :পরাজিত খদ্দের নতমস্তকে বের হয়ে গেল। সম্ভাব্য ক্রেতাকে 'কনসিডারেবল অফার' দিয়ে ফেরানোর চেষ্টার বদলে দৃপ্ত দোকানির মুখে তখন অহংমিশ্রিত বিজয়ীর হাসি। দু-পয়সা লস গেলে যাক, বাপ-পিতেমোর সম্মান তো রক্ষা হলো!
খরিদ্দার : ঠ্যাকলাম কিসে? [মূল ভাব : দুনিয়াতে কি আর দোকানপাট নাই?]
দোকানি : হেয়া আপনি জানেন। [মনে মনে : যান যান মিয়া, আমার কাস্টমারের অভাব পড়সে নাকি!]
খরিদ্দার : হেইলে (তা হলে) আমি হাড্ডিয়া যাই (হেঁটে চলে যাই)।
দোকানি : তাহলে হেড্ডিয়াই যান। [সানন্দচিত্তে: অকা এন্ড বাই]