What do you think?
Rate this book


62 pages, Hardcover
First published January 1, 1973
এই বইয়ের কাহিনীটা ত্রিমাত্রিক পৃথিবী আর চতুর্মাত্রিক টাইফা গ্রহের। পৃথিবী অনেক আগানো, বিজ্ঞান এই পৃথিবীকে অনেক দূরে নিয়ে গিয়েছে (মানবিক আবেগ সম্পন্ন কম্পিউটার 'সিডিসি' তৈরি করেছেন বিজ্ঞানীরা)। এই অবস্থায় পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেন টাইফা নামক গ্রহ; বিজ্ঞানীরা যোগাযোগে সফল হন এবং বুঝতে পারেন সেই গ্রহের অধিবাসীরা পৃথিবীর মানুষদের থেকেও বহুগুণ উন্নত। তো এইভাবে যোগাযোগ চলতে থাকে বেশ কিছুদিন, তারপর একদিন হুট করে উধাও হয়ে যায় টাইফা। কম্পিউটার সিডিসি সবকিছুর ডাটা কালেক্ট করে দেখে একই পথে চলা অন্য গ্রহেরও একই অবস্থা এবং ক্যালকুলেশন করে বলে যে, দেড় বছরের মধ্যে পৃথিবীও এমন উধাও কিংবা ধংস হয়ে যাবে। বিজ্ঞানীরা সব কাজে নেমে পড়েছে কিভাবে পৃথিবীকে এই ধবংসের হাত থেকে রক্ষা করা যায়। কিন্তু পৃথিবীর সেরা বিজ্ঞানী ও আঙ্কিক ফিহা চলে গেলেন ঘুরতে।
ফিহা বললেন, "জ্ঞান বিজ্ঞান তো মানুষের জন্যই, আর একটি মানুষ কতোদিন বাঁচে? তার মৃত্যুর সাথে সাথেই তো জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্কের ইতি। ঠিক নয় কি?"