Gifted this book to myself on my birthday in 1993. Finally read it now!! I am not an ardent reader of poetry, but after reading it I only think of the time lost….
“হাজার শব্দ মাথায় ছিল,
হাজার শব্দ বুকে,
আর তা ছাড়া বাপ- পিতেমোর
জং-ধরা সিন্দুকে
শব্দ ছিল দু-তিন হাজার-
খরচা করে সবই
দেখছি তবু হয়নি আঁকা
তোমার মুখচ্ছবি।
দোষ ছিল না শব্দে, শুধু
দোষ ছিল জোড় বাঁধায়
ভুল-বিবাহের বর- কনে তাই
গড়ায়-ধুলো-কাদায়
এখন ভূমিশয্যা থেকে
কুড়িয়ে তাদের তুলি;
নতুন করে জোড় মিলিয়ে
মেটাচ্ছি ভুলগুলি।”
-শব্দ, শুধু শব্দ
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী