What do you think?
Rate this book


Hardcover
First published January 1, 1962
আমার ওই শেষ কথাটা একটু অসত্য বলতে পারেন। কিন্তু মিস্টার শেক্সপিয়র, মানুষের মনের কোনো রহস্য তো আপনার দুয়ে নয়, আপনি তো জানেন, চাকরিটা রক্ষা করবার জন্যে আমি তখন সব কিছু করতেই রাজি ছিলাম ৷ আর তাছাড়া আমি তখনও ভাবিনি আমি এমন হয়ে যাব—লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডারদের দায়িত্বের মতো, আমি নিজেও সীমাবদ্ধ হয়ে পড়ব।
“শেক্সপিয়র লোকে মন দিয়ে পড়ে কেন? শেক্সপিয়র ভাঙিয়ে যুগ যুগ ধরে ছাত্ররা পরীক্ষায় ভালো করেছে। শেক্সপিয়রকে বার বার পড়া মানে তাকে জানা, আর জানা মানে পরীক্ষায় ভাল নম্বর পাওয়া, আর ভালো নম্বর পাওয়া মানে ভালো চাকরি পাওয়ার সুবিধা। তারপর শেক্সপিয়র শেষ। তারপর আমার জন্য বাড়ি, গাড়ি, বউ, ক্লাব, ককটেল, কন্ট্রাক্ট ব্রিজ, ডিনার, ডান্স, পেরিমেসন এবং টাইম ম্যাগাজিন। সিন্ধুপারের বিশ্বকবি, আপনি মাথায় থাকুন। আপনাকে যে বাড়ির শোভাবৃদ্ধির জন্য ফার্নিচার হিসেবে রেখেছি, জঞ্জাল কমাবার জন্য বাইরে ফেলে দিতে বলিনি, এই যথেষ্ট। মোর দ্যান এনাফ! ”
“...আর একজন মধ্যবয়সী ম্যানেজারের কথা মনে পড়ছে। নিজের অফিসে শ্রমিকদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় সীমাবদ্ধ প্রসঙ্গ বেশ শ্লেষের সঙ্গে উত্থাপিত হওয়ায় তিনি বিশেষ দূঃখিত হন এবং এক পত্রযোগে তাঁর ব্যক্তিগত অভিযোগ নিবেদন করেনঃ ‘দেশের সমস্ত প্রতিভাবান উচ্চাভিলাষী পুরুষই কী নীতিহীনতা ও নির্লজ্জ বিলাসিতার কৃত্রিম পৃথিবীতে বাস করছে? যারা সীমাবদ্ধ তাদের কথা তো বিশ্ববাসীকে নিবেদন করলেন, কিন্তু সকলের অলক্ষ্যে কলে-কারখানায় যারা নীরবে নতুন ভারতবর্ষ সৃষ্টির সাধনায় মগ্ন রয়েছে, ইতিহাস ও পরিবেশের নানা বিপত্তি সত্ত্বেও যারা সীমানামুক্ত হবার স্বপ্ন দেখছে, তাদের কথা কে লিখবে?’
অপরিচিত ভদ্রলোকের এই চিঠিখানি আমাকে গভীরভাগে নাড়া দেয়। “আশা-আকাঙ্ক্ষা” উপন্যাসের কথা তখনই ভাবতে আরম্ভ করি…”