What do you think?
Rate this book


442 pages, Hardcover
First published January 1, 1986
যদি কেউ বলে ছোটরা ভালবাসার গল্প বোঝে না, সে ভুল বলে। ভালবাসা দিয়ে মোড়া থাকে ছোটদের জগৎ, ভালবাসার মানুষকে হারানোর দুঃখ তারা যেমন বোঝে তেমন আর কেউ নয়।তা, এত মায়ায় ছোটদের জন্য লিখেছেন আর কোন লেখিকা? এত সফটলি, এক্কেবারে ছোটদের মতো করে, ছোটদের মতো ভেবে একটা একটা শব্দ, একেকটা মুক্তোমালার বুনন আর আছেই বা কার, লীলা মজুমদার ছাড়া?
"পাহাড়ের ঢালের ওপর বাড়ি। গেট দিয়ে ঢুকে কাঁকড় বিছানো পথ দিয়ে নেমে বারান্দায় পৌঁছতে হত। একহারা লম্বা বাংলো, সামনে টানা বারান্দা, তার কাঠের রেলিং। বাড়ির তিনদিক ঘিরে বৃষ্টির জল যাবার জন্য নালা কাটা। তার ওপর দুটি চ্যাপ্টা পাথর ফেলা। তার ওপর দিয়ে বারান্দায় উঠতে হয়। বারান্দার ছাদ থেকে তারের বেড়ায় অর্কিড ফুল ঝুলত। তাদের তলায় সবুজ কাঠের বাক্সে জেরেনিয়ম ফুল ফুটত। লোকে এমন বাড়ি স্বপ্নে দেখে।"