Jump to ratings and reviews
Rate this book

খেরোর খাতা

Rate this book
Anecdotal vignettes of Bengali society.

208 pages, Hardcover

First published January 1, 1981

20 people are currently reading
407 people want to read

About the author

Leela Majumdar

111 books106 followers
Leela Majumdar (Bengali: লীলা মজুমদার Lila Mojumdar) was a Bengali writer. Her first story, Lakkhi chhele, was published in Sandesh in 1922. It was also illustrated by her. The children's magazine in Bengali was founded by her uncle, Upendrakishore Ray Chaudhuri in 1913 and was later edited by her cousin Sukumar Ray for sometime after the death of Upendrakishore in 1915. Together with her nephew Satyajit Ray and her cousin Nalini Das, she edited and wrote for Sandesh throughout her active writing life. Until 1994 she played an active role in the publication of the magazine.

Creative efforts :
An incomplete bibliography lists 125 books including a collection of short stories, five books under joint authorship, 9 translated books and 19 edited books.
Her first published book was Boddi Nather Bari (1939) but her second compilation Din Dupure (1948) brought her considerable fame From the 1950s, her incomparable children's classics followed. Although humour was her forte, she also wrote detective stories, ghost stories and fantasies.

Her autobiographical sketch 'Pakdandi' provides an insight into her childhood days in Shillong and also her early years at Santiniketan and with All India Radio.
Apart from her glittering array of children's literature, she wrote a cookbook, novels for adults (Sreemoti, Cheena Lanthan), and a biography of Rabindranath Tagore. She lectured on Abanindranath Tagore and translated his writings on art into English. She translated Jonathan Swift's Gulliver's Travels and Ernest Hemingway's The Old Man and the Sea into Bengali.
Satyajit Ray had thought of filming Podi Pishir Bormi Baksho. Arundhati Devi made it into a film in 1972. Chhaya Devi played the role of the young hero, Khoka's famed aunt Podipishi.

Awards :
Holde Pakhir Palok won the state award for children's literature, Bak Badh Pala the Sangeet Natak Akademi Award, Aar Konokhane Rabindra Puraskar. She had also won the Suresh Smriti Puraskar, Vidyasagar Puraskar, Bhubaneswari Medal for lifetime achievement, and Ananda Puraskar.
She has been awarded the Deshikottama by Visva Bharati, and honorary D.Litt. by Burdwan, North Bengal and Calcutta Universities.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
142 (61%)
4 stars
68 (29%)
3 stars
16 (6%)
2 stars
4 (1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 30 of 41 reviews
Profile Image for Harun Ahmed.
1,646 reviews418 followers
August 13, 2022
মন ভালো করার জন্য আদর্শ একটা বই। নির্বিকারচিত্তে নিরীহ কৌতুক বলেই হাসতে হাসতে কীভাবে পেটে খিল ধরিয়ে দেওয়া যায় তা লীলা মজুমদার অবলীলায় দেখিয়েছেন (এতোদিন পর সব মতামত গ্রহণ করার সুযোগ নেই অবশ্য।) লেখিকা বলেছেন, চার ধরনের গল্প সবচেয়ে বেশি জমে- ভূতের গল্প, চোরের গল্প, প্রেমের গল্প আর বাঘের গল্প। কিন্তু শুধু এদের গল্প নয়, লেখিকা যে কোনো ধরনের গল্পই জমিয়ে বলতে পারঙ্গম। তাঁর বয়ানে প্রায় শতবর্ষ আগের মানুষ ও সময় জীবন্ত হয়ে ফুটে উঠেছে। এমন সরস ও আনন্দঘন বই আমি খুব বেশি পড়িনি। হাইলি, হাইলি রেকোমেন্ডেড!

(১১ জুলাই, ২০২২)
Profile Image for Ësrât .
515 reviews85 followers
July 4, 2022
এক ঝকমকে রৌদ্রছায়াময় দুপুরে তীব্র গরমে তিষ্ঠোনো যখন প্রায় পরাবাস্তবের কাছাকাছি ঠিক সেই সময় এক পশলা বৃষ্টির মতো প্রশান্তির প্রাঙ্গনে আনাগোনা হলো লীলাদেবীর মনিমুক্তোখচিত সরেস সুন্দর নির্মল লেখনী "খেরোর খাতা"।

প্রতি পরতে যার অতি আদরে কখনো আড়ম্বরে কখনো বা অতি সাধারন কিন্তু সুশোভিত শব্দে সাজিয়ে দিয়েছেন শৈশব থেকে প্রৌঢ় কালের সব গল্প।হাস‍্য রসে অনায়াসে ঝাঁপি খুলে ঝুড়ি ভরে রাঙিয়ে উঠা সময়ের পরিক্রমনরেখায় অতিক্রম করার মোহনীয় শক্তির ব‍্যঞ্জনাময় সুললিত সৌষ্ঠব বর্ননায় পটে আঁকা ছবির মতো ফুটে উঠেছে সব না দেখা চরিত্রের আলোকিত আনন্দময় অবয়ব।

পড়ে হেসেছি,ক্লান্তমনে কিঞ্চিত সব মন খারাপের পাখিরা হুটোপুটি ছেড়ে চুপটি করে মিষ্টি সুরে মুখরিত কল্লোলে গেয়ে উঠেছে,

ভালো থাকার গানেরা বইয়ের পাতায় লুকিয়ে রয়েছে এখনো এই জগতে।

রেটিং :💥⭐🌟🌠☀
4/07/22
Profile Image for NaYeeM.
229 reviews65 followers
March 6, 2023
"ত্রিশ বছর আগে সম্পাদকমশাইরা গল্প চাইলেই আমি জিজ্ঞাসা করতাম, ‘কীসের গল্প লিখব?’ তাঁরা বলতেন, ‘হয় প্রেমের, নয় ভূতের, নয় চোরের।’ কাজেই আমিও বুঝে নিলাম ওই তিনটিই হল ছোট গল্পের প্রধান উপজীব্য। তারপর অনেক বছরের অভিজ্ঞতা থেকে বুঝেছি ওই তিনটির মধ্যে আবার শেষেরটিই হল প্রধান, প্রথমটি নয়। এখন দেখছি চারদিকে ছড়িয়ে আছে চোরের গল্পের সামগ্রী। জ্যান্ত জ্যান্ত চোরের গল্প, বানাতেও হয় না"

খেরোর খাতাকে আসলে বলা যেতে পারে আত্মজৈবনিক-হাস্যরসাত্মক বই। এইসব মজার গল্পে উঠে এসেছে এমন সব মানুষ যারা লীলা মজুমদারের কাছের, যেমন: উনার মা-বাবা, রবীন্দ্রনাথ এর চিকিৎসা দেখে লীলার চিকিৎসা করার সখ জাগা, আশেপাশে এবং ঘরের মানুষের bitching(কারণ সেই সময়ের মানুষ একসাথে থাকতো এবং বিচিং করতো। তবে একসাথে থাকতো, যা দরকার। কিন্তু আজকাল আমাদের আত্মীয় বা পাশের প্রতিবেশীর সাথে কথা বলার সুযোগ নেই। আমরা নিজদের নিয়ে এই ধোঁয়া ধোঁয়া, প্রাণশূন্য শহরে দারুণ ব্যস্ত)

তো লীলা মজুমদারের এই গল্পগুলো মিষ্টির মতো।
দিনে দু তিনটা করে মুখে নিবেন, আর মন ভাল হয়ে যাবে।
নিজের চারপাশের মানুষ নিয়ে লীলা মজুমদারের এই মজার গল্পগুলো আপনাকে খুব যে হাসাবে এমন না, তবে লেখার স্টাইলে এমন এক হাস্যরসাত্মক ব্যাপার আছে যার কারণে আপনি মনের কোনো এক কোণে হাসবেন এবং গল্পের ঐ বাস্তবিক চরিত্রগুলোর জন্য আপনার মায়া জন্মাবে। কারণ গল্পগুলো পড়তে পড়তে আপনি nostalgic হয়ে যাবেন।
আমার ছোট বেলা বেশি কেটেছে নানা-বাড়িতে। সেখানে একসাথে অনেক মানুষ, এক-এক রুমে আড্ডা।
তবে সেই ছোটকালে দেখতাম আমার নানা-বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আসা-যাওয়া ছিলো। তাছাড়া প্রতিবেশীরাও অনেক আসতো এবং আমাদের আশেপাশে ছিল এমন সব মজার মজার চরিত্র।।

এই বইয়ের লেখা চলিত হলেও সেই সময়ের চলিত বলে একটু ভিন্নরকম। কিন্তু লীলা মজুমদারের লেখাতে একটা স্বতন্ত্র ব্যাপার আছে। উনি এমন স্টাইলে লিখেছেন যাতে হাস্যরসাত্মক একটা ব্যাপার থাকে, কিন্তু পড়তে একটু কঠিন লাগলেও মনোযোগ দিয়ে পড়লে বেশ মজার।
উদাহরণ:
"স্বামীদের বিষয়ে বাস্তবিক একটা এনসাইক্লোপিডিয়া লেখা যায়। কী যে ওঁদের পছন্দ আর কী যে নয়, তাই বোঝা দায়। সুন্দরের কথাই ধরি। আমরা যাদের সুন্দরী বলি, তাদের দেখে নাক সেঁটকাবেন। অথচ ওঁদের বন্ধুবান্ধবদের হতকুচ্ছিৎ ন্যাকা বউদের রূপের প্রশংসায় পঞ্চমুখ!
গিয়ে হয়তো দেখা যাবে রোগা, হটকা, উটকপালী, এ কান থেকে ও কান হাঁ— যাক গে বলে লাভ নেই!
এর ওপর আরও আছে, অন্যদের বাড়ির রান্না আর সেখানকার গিন্নিদের ঘরকন্নার প্রশংসা কোন স্বামী না করেন? বাড়িতে যা দেখলে পিত্তি জ্বলে যায়, অন্যদের বাড়িতে ঠিক তাই দেখে ভাল লাগে! এর ওপর কোনও কথা হয়!"


তো সব মিলিয়ে ছোট্ট এই গল্পগুলোর সাথে আমার বেশ মজার সময় কেটেছে। আর চরিত্রগুলো বেশ নস্টালজিক করে দিয়েছে কারণ চরিত্রগুলো তো ছিলো আপনার, আমার, আমাদের আশেপাশের মানুষ!

সুতরাং বইটি পড়ার আমন্ত্রণ রইলো সবাইকে।
ধন্যবাদ 🍁
Profile Image for Ahmed Aziz.
381 reviews69 followers
May 1, 2022
ব্যুফে ডেজার্টের মত বই। এত সুন্দর আর মিষ্টি স্মৃতিকথাগুলো, মনে হয় একের পর এক দই, মিষ্টি, ক্ষীর, পায়েস, কেক, পুডিং খাচ্ছি। বাঘ, চোর, প্রেম, ভূত, কুসংস্কার, রেলগাড়ি, গিন্নি, স্বামী, মালিকানা, বেড়াল, খাওয়া দাওয়া, মাছধরা সব মিলিয়ে হারিয়ে যাওয়া সোনালি সময়ের অসাধারণ জীবন্ত ছবি যেন।
Profile Image for Imran Mahmud.
154 reviews23 followers
June 3, 2020
'ছেলেবেলা' নামক জিনিসটা বড়ই বিচ্ছিরি। বড় হলে বেছে বেছে শুধু তার ভালো জিনিসগুলোই মনে পড়ে, আর তার কাছে ফিরে যাবার জন্য মন কেমন কেমন করতে থাকে।

যদিও বিষয়টা আদতে অতটা সরল নয়, ছেলেবেলায় আমরা সবাই বড় হতে চাইতাম, আর বড়বেলায় এসে ছোটবেলায় ফিরতে চাই। আমাদের মধ্যে খুব কম মানুষই জীবনের পুরোটা সময় ছেলেবেলাকে ধারণ করতে পারেন, যারা পারেন তারা সৌভাগ্যবান।

লীলা মজুমদার এই দলে পড়েন। তাঁর লেখায় যেরকম মোলায়েম ভাবে, শীতের হালকা ওমের মতো, গরমকালে গলাপানিতে পুকুরে বসে থাকার মতো, কিংবা শরতের বিকেলে আলতো করে একটা ঘুড়ি কেটে দেয়ার মতো একটা ব্যাপার আছে, সেটা খুব সহজেই পাঠককে টাইম ট্র‍্যাভেলের আস্বাদ দেয়।

বইয়ের বর্ণনা, পাত্র-পাত্রী কোনোটাই আমাদের ঢাকায় বড় হওয়া স্মৃতির বা সংস্কৃতির সাথে যায় না। কিন্তু একেবারেই কি যায় না? মায়ের মমতা, ভাই-বোনদের সাথে খুনসুটি, চাচাতো মামাতো আত্মীয়দের সাথে অম্লমধুর ওঠাবসা - এই সবগুলো আমাদের সবার জীবনের শৈশব কৈশোরের অমূল্য সম্পদ। এ সম্পদ হারালে বোঝা যায় কি হারিয়েছি।

এ বই তাই যেন দেরাজের এক কোণে খুঁজে পাওয়া ছোট্টবেলার ট্রাংক।
Profile Image for হাঁটুপানির জলদস্যু.
299 reviews228 followers
July 23, 2022
শীতের ছুটির রোদেলা সকালের মতো ঝলমলে। এমন অনসূয়া সরসতামাখা লেখা (এবং অসূয়ার আঁটি-ছিবড়ে ফেলে শুধু রসটুকুতে সিক্ত লেখা) এখন আর সহজে চোখে পড়ে না।

ননী ভৌমিক আর লীলা মজুমদারের লেখা পড়তে বসলে বাংলা শব্দের এমন নতুন ব্যবহার চোখে পড়ে, যাতে মুগ্ধ না হয়ে পারি না। সিলিং ফ্যানের মোটর হাউজ়িঙের বাংলা সংলাপে তুলে ধরেছেন লীলা, 'পাখার হাঁড়ি'। কী সহজ, কী মিষ্টি! সরলরৈখিক দূরত্বকে ডাকুস্তানি লব্জে বলে as the crow flies, লীলা মজুমদার একে ধরে মাতৃস্নেহে পাটে পাটে ভাঁজ করে গুঁজে দিয়েছেন বাংলার তোরঙ্গে, 'কাগ-ওড়া কুড়ি মাইল...'। রবীন্দ্রনাথ বলেছিলেন, সব ভাষাতেই কিছু গৃহিণীপনা আছে; লীলা মজুমদারের লেখা পড়তে গেলে কথাটার গুরুত্ব নতুন করে টের পাই।
Profile Image for Akash Saha.
156 reviews25 followers
January 30, 2023
অনেকটা হালকা চালে লেখা গল্পগুলো বেশ ভালোই লাগল। কিন্তু গল্পগুলোকে যতটা মজা পাবার মতো করে বলার চেষ্টা করা হয়েছে, ঠিক ততটা মজা লাগে নি, অনেকটা আরোপিত ভাব আছে
Profile Image for মোহতাসিম সিফাত.
180 reviews50 followers
January 14, 2025
সামরিক সদরে বছরের শেষ আর শুরুতে দাপ্তরিক চাপ তুঙ্গে থাকে। মরার উপর খাড়ার ঘা হিসেবে "উইন্টার এক্সারসাইজ" তো আছেই। তো এইসকল কাজে-অকাজে ডিসেম্বর জানুয়ারিতে বইপত্তর থেকে সাময়িক দূরত্বে থাকতে বাধ্য হচ্ছিলাম। এরই ফাঁকে নতুন বছর শুরু করলাম লীলা মজুমদারের "খেরোর খাতা" দিয়ে। মনে হলো, কয়েকটা গল্প ক্যাজুয়ালি লিখেছেন, তবে নিখাদ আনন্দ পেলাম। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা পড়তে হলে চারিপাশ সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগে, এনার লেখায় ওইটা লাগে না। বারো থেকে বিরাশি, সব বয়সীদের জন্যেই প্রযোজ্য। হালকা চালে লিখে যান, এই বইতে যেমন ইচ্ছেমত টপিকে লিখেছেন।

"বলেছি তো চার রকম গল্প খুব উতরোয়: বাঘের, প্রেমের, চোরের আর ভূতের" - এই বইতে সব আছে। পঞ্চাশটার মতো গল্প, বেশিরভাগই ভালো। মাঝে কয়েকটাতে নিজের আত্মীয় স্বজন কয়েকজনের কাহিনী লিখেছেন। সেগুলো একটু মলিন লেগেছে। বাকি - খুব হেসেছি।

(এই মহিলা উপেন্দ্রকিশোরের ভাতিজি, প্রমোদরঞ্জনের মেয়ে, সুকুমার রায়ের চাচাতো বোন, সত্যজিতের ফুপি। তবে শুধুমাত্র জেনারেশনাল ইন্টেলেক্ট নিয়েই এনাকে জাজ করা যাবে না, তিনি স্বমহিমায় উজ্জ্বল। রবীন্দ্রনাথের প্রিয়পাত্র ছিলেন, শান্তিনিকেতনে পড়াতেন, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণীতে কাজ করেছেন, সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন, নিজেকে শিশু সাহিত্যিক, সুসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন)

"পদিপিসির বর্মি বাকসো" এখন পর্যন্ত আমার পড়া লেখিকার সেরা বই।
Profile Image for Daina Chakma.
440 reviews772 followers
October 25, 2021
এক চিমটি শৈশব, নির্ভেজাল আনন্দ আর নিখাদ মায়ায় ভরা একটা বই!
Profile Image for ফারহানা জাহান.
Author 5 books57 followers
September 8, 2022
বহু-বহু-বহুদিন পর কোনো বই পড়ে শেষ করতে পেরেছি, ভাবতেই শান্তি লাগছে!

বেশ মজার বই। ব্লকে থাকলে এমন কিছু বই আবার পড়ার অভ্যাসটা চাঙা করে নিতে খুব ভালো কাজে দেয়। তার অন্যতম কারণ লীলা মজুমদারের সহজ-সুলভ গল্পচারিতা, একবার শুরু করলে তরতর করে পড়া হয়ে যায়।

আগের মতো ভালো লাগার অংশগুলো টুকে রেখে পাকাপোক্ত পাঠপ্রতিক্রিয়া দেওয়া আবার কবে হবে জানি না! আপাতত শেষকটা লাইনই এখানে টুকে রেখে যাই৷

জানেন, আমি আমার বাবার ৮৪ বছরের মামিকে দেখেছি পদ্মফুলের মতো সুন্দর, বসে বসে হুঁকো খাচ্ছেন! তবে আবার আধুনিক কাকে বলব? এই বলে খেরোর খাতা বন্ধ করলাম।<\blockquote>
Profile Image for Sumaîya Afrôze Puspîta.
220 reviews288 followers
August 7, 2024
চারপাশ থেকে লেখার উপকরণ খুঁজে নেওয়ায় দক্ষ এক গল্পকার! মুখোশের দুনিয়ায় ভেজাল হাসি হাসতে হাসতে নির্ভেজাল হাসির স্বাদ ভুলেই গিয়েছিলাম... নির্ভেজাল হাসি উপহারের জন্য ব‌ইটাকে ধন্যবাদ!
Profile Image for Aadrita.
276 reviews228 followers
September 23, 2021
অসম্ভব মায়াবী একটা বই। ছোটবেলায় অনেকগুলো চকলেট একসাথে পেলে অনেকদিন ধরে জমিয়ে একটু একটু করে খেতাম, যাতে শেষ না হয়ে যায়। তেমনি বহুদিন পর একটা গল্প সংকলন অনেকদিন ধরে জমিয়ে একটু একটু করে পড়লাম। লীলা মজুমদারের অনবদ্য লেখনীতে খেরোর খাতার প্রত্যেকটা গল্পই ছিলো দারুন উপভোগ্য।
Profile Image for Shapla.
4 reviews
August 29, 2025
মাঝেমধ্যেই এই বইটা খুলে পড়ে ফেলতে হবে কোনো একটা গল্প। মন ভালো হয়ে যাবে। এতো সরস ঝরঝরে মিষ্টি লেখা- ক্লাসিক লীলা মজুমদার।
Profile Image for Injamamul  Haque  Joy.
100 reviews115 followers
January 16, 2023
হিউমার, ভালো স্টোরিটেলিং, ভালো গল্প— স্পাইডারম্যানের ত্রিপরস্পরমুখী একটা মিমস টেমপ্লেট আছে না, ওটা দিলে বিষয়টা ঠিকঠাক বুঝানো যেত। যাই হোক, ভালো বই।

(বিস্তারিত রিভিউ পরে দিবো)
Profile Image for Akash.
446 reviews148 followers
January 16, 2025
আমাদের চারপাশে যত মজার ঘটনা আর গল্প ছড়িয়ে আছে তার অল্পকিছুও যদি লেখা যায় তবে তা একেকটা খেরোর খাতা হয়ে যাবে। লীলা মজুমদার খেরোর খাতায় তাঁর চারপাশে ঘটে যাওয়া মজার সব ঘটনা আর গল্প বলেছেন আমাদের। তবে গল্পগুলো অনেক পুরোনো, কিছু গল্প শতবছর আগের। এজন্য বোধহয় গল্পগুলো আমাদের একটু বেশি রোমাঞ্চিত করবে।

বিশেষকরে চোরের, ভূতের, বাঘের, রসের, লেখক আর বইপাড়ার গল্পগুলো একটু বেশিই মজার। কিছু গল্প পড়ে তো এমন হেসেছি যে বুকের ব্যথাটা প্রচন্ড বেড়েছে; তবুও অসুস্থতার মধ্যে হাসি আটকিয়ে রাখতে পারিনি। অন্য গল্পগুলোও সমান আনন্দ দিয়েছে। তবে অল্পকিছু গল্প একদম ভাল লাগেনি। ৪৭টা গল্পের মধ্যে সব গল্প তো সমানভাবে ভাল লাগবেই না। তবে ৪০টা গল্পই যে ভাল লেগেছে আমার।

লীলা মজুমদারের সহজ-সরস গদ্যে লেখা গল্পগুলো সকলবয়সী পাঠকের জন্য সমানভাবে উপভোগ্য। এই বইটা আমার জন্য যেন রোগের ওষুধ হিসেবে কাজ করেছে।
Profile Image for Farhan.
725 reviews12 followers
February 17, 2020
আধুনিক বাংলা সাহিত্য সংস্কৃতির স্রষ্টা যদি হয় ঠাকুর পরিবার, তো তার বিকাশ ঘটিয়েছে রায় পরিবার। একটা মাত্র পরিবার থেকে যে নিজ নিজ ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী এতজন সদস্য থাকতে পারে সেটা বিশ্বাসই হতে চায় না। তাদেরই মেয়ে লীলা রায়, যদিও তাকে আমরা লীলা মজুমদার হিসেবেই চিনি। শিশুসাহিত্যিক হিসেবে তিনি তার ঠাকুরদা'র ভাই উপেন্দ্রকিশোর এর মতই কিংবদন্তী, আর তার লেখনীও যেন মা-মাসীদের মত ওমে ভরা মিষ্টি সুবাসের। লীলা মজুমদারের টুকরো টুকরো স্মৃতি নিয়ে 'খেরোর খাতা', আর সেটা পড়লে ��নে হয় শীতের সকালে (ঢাকার পচা শীত না, মফস্বলের বা গ্রামের হিম ঠাণ্ডা) চুলার পাশে বসে চিতই আর ভাপা পিঠা খাচ্ছি। সেই শৈশব আর সেই আরামের সকাল আর ফিরে আসবে না, যেমনটা ফিরবে না লেখিকার স্মৃতির মানুষগুলো, কিন্তু সেই স্মৃতি হাতড়েই আনন্দ। বেশিরভাগই তার পরিবারের মানুষজনের (আর সে এক লতায়-পাতায় ছড়ানো বিশাল পরিবার) আর পাড়া-পড়শীর গল্প, কিন্তু কী মধুর আর মজার আর মমতায় জড়ানো সব কথা, মনে হয় শুধু পড়তেই থাকি আর ভাবতেই থাকি আর আবারও পড়তেই থাকি। কোন এক ছুটির সকালে এই বইখানা নিয়ে বসে নাওয়া-খাওয়া ভুলে সবটা শেষ করে মনে হতেই হবে, যে জীবনে বই আছে আর সে বইতে লীলা মজুমদারের লেখা আছে, সে জীবনটা শত বাধা পেরিয়েও সুন্দর।
Profile Image for সারস্বত .
237 reviews136 followers
July 5, 2021
সময়ের গন্ধটুকু রয়ে গেছে যে বইয়ের পাতায় 🌸
অনেক দিন পরে পিছন ফিরে তাকালে এই বইটি পড়ার সময়টাও হয়ে থাকবে একটা সুন্দর স্মৃতি।
Profile Image for Adham Alif.
334 reviews80 followers
June 1, 2023
৪.৫/৫
ছোট্ট জীবনের পুরোটাই কাটিয়ে দিলাম গল্পের নেশায় বুদ হয়ে। গল্প বলার দক্ষতায় লীলা মজুমদার মুন্সীয়ানা দেখিয়েছেন। কিছু গল্পের সাক্ষী উনি নিজেই, কখনোবা পরিচিত কারো মুখে শোনা। এসব গল্পের ভান্ডার নিয়েই খেরোর খাতা। বেশিরভাগ গল্পই হাসির খোরাক জোগায়। পড়তে বেশ লাগল।
Profile Image for Manzila.
166 reviews159 followers
July 18, 2022
৪.৫/৫ 😁
PG-13 গোছের নিতান্ত হার্মলেস কৌতুক, তবু কী যে হাসির! আগে কেন পড়িনাই এই বই?
Profile Image for Shuk Pakhi.
512 reviews305 followers
March 17, 2022
লীলা মজুমদারের ছোটখাটো কিছু বই পড়লেও উনার স্মৃতিকথাগুলোই যেন বেশি মিঠা লাগে।পাকদণ্ডী খুবই ভালো লাগার বই।এই খেরোর খাতাও চমৎকার।

টুকরো টুকরো স্মৃতির ভেলাগুলো কি সুন্দর করে পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন। উনার স্মৃতিকথা পড়ার সময়ে যেন তিনি আমারো মা-মাসির মতন কাছের মানুষটি হয়ে উঠেন।

বইয়ের ছোট ছোট ঘটনাগুলোর প্রতিটির আলাদা ক্যাপশন থাকাতে এগুলো যেন এক একটা ছোটগল্প হয়ে উঠেছে।
Profile Image for Ankana.
86 reviews9 followers
January 5, 2016
A most brilliant compilation of hilariously witty comedic essays. Amazing how the simplest of stories in the world, written in the most unpretentious manner, make for the best reads.
Profile Image for Victor Ghoshe.
Author 7 books13 followers
June 8, 2017
What stories.

How could she write stories in those simple words.
Classic - must read for all Bengali reading people
through all the different ages.

Profile Image for প্রিয়াক্ষী ঘোষ.
361 reviews34 followers
March 14, 2022
যা কিছু লিখেছেন তা হয়েছে অসাধারণ , গল্প সাজিয়ে গুছিয়ে তোলার জন্য যাঁর কখনই খুব কষ্ট করতে হয়নি। লিখে দিলেই তাতে চমৎকার এক মাধুর্য মিশে থেকেছে বরাবরই।

ছোট থেকে বেড়ে ওঠা, নানা জায়গাতে ঘুরে ফিরে নানান সব অভিজ্ঞতা, বড়দের থেকে গল্প শুনে শুনে বড় হওয়ার সেই সবই নিয়ে লীলা মজুমদার এর "খেরোর খাতা"। তবে সব লেখাই মজার। ঘটনা গুলো সব সত্য।
সুন্দর সাজানো পরিপাটি কোন গল্প নয়। নিজের জীবনের সত্য সব মজার ঘটনা। এটা যে রম্যরচনা তা পড়ার আগে জানা ছিলো না। আর প্রতিটা গল্পো এতোটা মজার শেষ করেও মনে পড়লেই হাসি পাচ্ছে।
অসাধারণ একটা বই।
Profile Image for Jamimeeh.
51 reviews16 followers
February 19, 2022
অনেক দিন বাদে কোন বই পড়ে খুব হাসলাম!
Profile Image for Nadia Jasmine.
213 reviews18 followers
March 4, 2025
ভাষার মাসে কি পড়েছি না পড়েছি তা নিয়ে মাসকাবারি ব্লগ পোস্টের অংশ-

দাদাভাই ‘খেরোর খাতা’ দিয়েছিল কয়েক বছর আগে। আমি এখন সেটা শেষ করে ‘পাকদন্ডী’ ধরেছি। ‘খেরোর খাতা’ লীলা মজুমদারের জীবনে নানা রকম মজার মজার মানুষের গল্প দিয়ে ভরা। বেশিরভাগই নির্মোহ এবং নির্লোভ মানুষ। বইটা শেষ করে মনে হয়েছে, এসব না পড়লে ‘আরো টাকা দরকার, কারন অমুকে তমুকে অমুক জায়গায় খেতে গেছে, আমারও যেতে হবে চেক ইন দিতে’, এই যে একটা নয়া নেশা, তা যে কি পরিমান অর্থহীন, তা বুঝতে হয়তো সাহায‍্য করবে। বই জুড়ে মন থেকে ভীষন ধনী মানুষগুলোর কান্ডগুলো পড়ে শুধু তাদের মতো মানুষদের সাহচর্যই মনে মনে চাওয়া শুরু করার কথা সব পাঠকের। আমারো মনে হয়েছে এরকম লোক বাদে কারোর সাথে মেলামেশা করে কি লাভ? এও মনে হয়েছে, গাড়ির বনেটের উপর এক পা ঠেকিয়ে রোদচশমা পরে দূরে তাকিয়ে আছে, এমন পোলাপান যে কি পরিমাণ ‘বোরিং’ তাও বুঝতে এই বই সাহায‍্য করবে। 😋
Profile Image for GOURAB BISWAS.
29 reviews2 followers
August 18, 2018
#পাঠ_প্রতিক্রিয়া
খেরোর খাতা
লীলা মজুমদার
প্রকাশক-আনন্দ
মুদ্রিত মূল্য-250 টাকা।
গল্প তো লেখেন অনেকেই, কিন্তু গল্প কইয়ে হন কজন? সত্যজিতের লীলু পিসি সেই গল্প কইয়ে। ইংরেজি সাহিত্যে গোল্ড মেডেলিস্ট তিনি। অথচ, তিনি যখন লেখেন গল্প মনে হয় শীতের মরা বিকেলে গরম চাদর মুড়ি দিয়ে ঠাকুমা দিদিমার কাছে গপ্প শুনছি। আর যদি সে গল্প হয় লীলু পিসির ব্যক্তিগত জীবনের খোশ গপ্প, তখন নড়বার উপায়টি কি আর আছে? আমরা চোখ বড় বড় করে গিলব সে গপ্প। কখনো বুক করবে দুরু দুরু। হেসে গড়িয়ে পড়ব খিল খিলিয়ে। আড্ডা গপ্পের দোসর হবে একবাটি ঝাল মুড়ি। মুচমুচে চানাচুর, পেঁয়াজ, সর্ষের তেল, লঙ্কা কুচি। ঠিক যেন লীলুপিসির খেরোর খাতাটি। খাওয়া দাওয়ার গপ্প, পটোদিদির কথা, চোরের গল্প, হেমেন।রায়ের মাছ ধরার গপ্প, কোলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ানো ভূতের গপ্প, গিন্নিদের গল্প, সেকেলে কলকাতার সাহেব মেমদের গল্প, পিতা প্রমদারঞ্জনের জঙ্গল জীবনের গল্প এমন কত কি! জনৈক লাটু বাবুর দজ্জাল স্ত্রী কিভাবে ভূতকে চোর ভেবে মুগুর পেটা করেছিলেন, আর ভূতে দিয়েছিল নাকখত আছে সে গল্পও। অথবা,জ্যাঠামশাই উপেন্দ্রকিশোরের প্রতিবেশী শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের মান-অভিমানের বন্ধুত্ব। লীলু পিসির বিজয় মেসো কিভাবে বাঘের ছানাদের পোষ মানতেন তাদের সাথে করতেন শেকহ্যান্ড সে সব গল্পও আছে। কুঁড়ে প্রেমেন মিত্তিরের কাছ থেকে পূজাসংখ্যার লেখা আদায় করতে কি নিদারুন ফন্দি এটেছিলেন যুগান্তরের তৎকালীন সম্পাদক পরিমল গোস্বামী, সাহিত্যিকদের সেসমস্ত খোশগপ্প আছে । আর আছে রবীন্দ্ররসিকতা। সে গপ্প,লীলু পিসির প্রথম যৌবনের। রবীন্দ্রনাথের চিঠি পেয়ে তখন সদ্য যোগ দিয়েছেন শান্তিনিকেতনের শিক্ষকতায়। এক বিকেলে রবীন্দ্রনাথের ঘরে গিয়েছেন, দেখলেন কবির আরাম কেদারার সামনে শ্বেতপাথরের জলচৌকির উপর সাদা ধুতি পাঞ্জাবি পড়ে বসে এক অপূর্ব সুন্দর পুরুষ। কবি আলাপ করিয়ে দিলেন তাঁর সাথে। তিনি সুধীন্দ্রনাথ দত্ত। লীলু পিসি মুগ্ধ দৃ���্টিতে তাকিয়ে রইলেন তাঁর দিকে। পিসি লিখেছেন-"এমন সুন্দর মানুষ বাস্তবিকই আর দেখিনি"। প্রাজ্ঞ কবি বুখেছিলেন সবই। একটু হেসে , একটু কেসে কবি বললেন-"...মনে রেখো ও বিবাহিত"।
লীলা মজুমদারের খেরোর খাতা বিচিত্র মানুষদের বিচিত্রতর জীবনমাল‍্য।
Profile Image for Ipsita.
221 reviews18 followers
April 14, 2023
"বই তো নয়, যেন নিটোল এক আড্ডা।"
সত্যিই তাই। আর এই আড্ডার মধ্যমণি লীলা মজুমদার। বইয়ে পাতা উল্টোতে উল্টোতে কখন যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না। বিচিত্র সব বিষয়ের এক অনবদ্য সংকোলন এই "খেরোর খাতা।" কি বিষয় নেই এতে তার সন্ধান পাওয়ায় দুর্লভ। ভূত,ডাক্তার, খাওয়া দাওয়া, সাপ, বাঘ, কুসংস্কার, নেশাখোর, মেয়ে-চাকুরে, ভালবাসা, বই-পাড়া - সব বিষয়ের সমাহার রয়েছে এই রম্যরচনাই। একটাই যা আক্ষেপ বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেলো এই "খেরোর খাতা।" আরও কিছুক্ষণ চললে মন্দ হতো না।

This book deserves all the stars. I just hope one day someone will translate this book in English so that readers from all across the globe can get acquainted with this masterpiece! I recommend this semi-autobiographical book to everyone who is even remotely interested in Bengali culture and its literature...
Profile Image for Dishari Sinha.
315 reviews6 followers
March 16, 2022
এ বই কেন আমি এতদিন পড়িনি, সেটা ভেবেই মন খারাপ হচ্ছে। নাহলে বাকি সব কিছুই এর মন ভালো করা। লীলা মজুমদারের সহজ কথ্য ভাষায় লেখা ছোট ছোট গল্পের সমাহার এই বইতে। অবশ্যই সুখপাঠ্য। পড়তে পড়তে নিজের মনেই হেসে উঠেছি। এই বই সত্যই সম্পদ।
Displaying 1 - 30 of 41 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.