Khagendranath Mitra (Bengali: খগেন্দ্রনাথ মিত্র) (1896–1978) was a writer for children of Bengal.[1] Even today his writings continue to be popular among children and preteens.
He was the first Indian children's writer whose books were translated into foreign languages. The Russian translation of Bhombol Sardar was of immense popularity. Bhombol Sardar was one of the Rapid Text in Russian junior classes.
Mitra, besides writing more than 100 books, was an editor as well. Kishor [কিশোর] (The Preteens), the first child periodical in Asia[citation needed] was the brain child of his, though it was not published for a year. Notun Manush [নতুন মানুষ] (New Man), Chhotoder Mohol [ছোটদের মহল] (The Gallery for Children), Banshory [বাঁশরী] (The Flute), Sonar Kathi [সোনার কাঠি] (The Golden Stick), Shishusathi [শিশুসাথী] (The Children's Friend; Annual) were among the periodicals he edited.
“ডাকাত” নামটা শুনলেই ভয়ে কেঁপে উঠে সবার বুক । এটাই স্বাভাবিক । কারন ডাকাত নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে খুন-জখম,লুটপাট ,অন্যায় অত্যাচারের দৃশ্য । প্রতিদিন আমরা খবরের কাগজে দেখি অমুক জায়গায় ডাকাতি করতে গিয়ে খুন তমুক জায়াগায় ডাকাতি করতে গিয়ে । ডাকাতি এমন একটা পেশা যা ছিল সৃষ্টির আদি থেকেই । এই বাংলার বুকে আমরা এখন যে ডাকাত দেখি তারা নতুন আমদানি নয় । তারা ছিল কয়েশ বছর আগেও । তারাও খুন জখম করতো । মানুষ মারতো । কিন্তু বর্তমান যুগের ডাকাতদের সাথে ছিল সেইসব ডাকাতদের কিছুটা তফাৎ । বর্তমানের ডাকাতদের মত কয়েশবছর আগের ডাকাতরা এতটা নিষ্ঠুর নির্মম ছিল না । তাদের হৃদয় ছিল কোমলে- কঠোরে , নিরমমতা-মায়া মেশানো । সে যুগের ডাকাতরা কখনোই ডাকাতির পয়সা নিজেরা একা ভোগ করতো না । গরিব দুঃখীদের মাঝেও বিলাতো । তাদের মূল টার্গেট ছিল তৎকালীন জোটদার,জমাদার,জমিদারসহ সামাজের উঁচু শ্রেণীর মানুষ । যারা গরিবের রক্ত শুষে করেছিল টাকার পাহাড় । গরিবের বন্ধু আর বড়লোকের যম ছিল এক একজন বিখ্যাত ডাকাত । তাইতো সবসময় বিপদের সময় পাশে পেত গ্রামের সাধারণ মানুষের । তার জানতো ডাকাতরা তাদের কোন ক্ষতি করবে না বরং উপকারই করবে। তাদের ছিল বুক ভরা সাহস আর অফুরন্ত দম । কি লাঠি কি তলোয়ার বাজি কিংবা তীর ধনুক, সব কিছুতেই ছিল তারা সমান দক্ষ । যথার্থ বীরের সম্মান দিতে পিছপা হত না সেই সব কুখ্যাত অশিক্ষিত ডাকাত দল । এই তো গেল তাদের সাহস আর দয়ার কথা । কিন্তু প্রয়োজনে নির্মম হতেও এদের বাঁধতো না । যখন তখন করে ফেলত যাকে তাকে খুন । বাংলার সেইসব কোমলে কঠোরে মেশানো হৃদয়ের ডাকাতের কথা বলা হয়েছে এই বইয়ে । মোট ৯টি গল্প আছে বইতে । এর মধ্যে দুইটি উপন্যাস আর বাকি সাতটি গল্প । উপন্যাস দুইটি অবশ্যই ঐতিহাসিক সত্য । বইটিতে আছে “বাগদী ডাকাত” , “বিশে ডাকাত” ,“মনোহর ডাকাতের গল্প” , “ডাকাতের ডুলি”, “বিশে ডাকাতের আরো গল্প”, “রোঘো ডাকাত” , “কালো পাঞ্জা” , “শশী লাঠিয়াল”, “লাঠির গুনে” এই গল্প কটি । এত মধ্যে “বাগদী ডাকাত” এবং “কালো পাঞ্জা” হল উপন্যাস । বাকিগুলো গল্প । নিচে সবগুলোর সংক্ষেপিত সারমর্ম দেওয়া হল –
১. বাগদী ডাকাত- সময়টা নবার আলিবর্দি খাঁর আমল । দক্ষিন বাংলার রায়গড়ে শিকরে বাজ নামে এক ডাকাতের আবির্ভাব হয়েছে । দিনে দুপুরে ডাকাতি করে বেড়ায় । কেউ দেখেনি তাকে । কেউ জানে না কোথায় তার আস্তানা । শিকরে বাজের প্রধান টার্গেট ওই অঞ্চলের জমিদার মহাদেবের মাল সামানা । দোর্দণ্ডপ্রতাপ জমদার মহাদেব কিছুই করতে পারছে না ।একদিন মাহদেবের কাছে চিরকুট দিল শিকরে বাজ ছেড়ে দিবে হবে তার কয়েদখানায় বন্দী নাবালক দুটি ছেলে মেয়েকে । কে এই শিরকে বাজ । কেই বা ওই ছেলে দুটো । তাদের সাথে শিকরে বাজের কি সম্পর্ক । ক্লাইম্যাক্স টুইস্টে ভরা একটি উপন্যাস । মনে হবে কোন থ্রিলার পড়ছেন । কিন্তু ঘটনা সম্পূর্ণ সত্য । তবে দুঃখের ব্যাপার হচ্ছে অনেক আগের ঘটনা বলে এই ঘটনার কোন প্রামাণ বা ঐতিহাসিক দলিল নেই । শুধু ঘুরে বেড়ায় মানুষের মুখে মুখে ।
২. বিশে ডাকাত এবং বিশে ডাকাতের আরো গল্প – তৎকালীন কুখ্যাত ডাকাতদের মধ্যে অন্যতম ছিল বিশে বা বিশ্বনাথ ডাকাত । এই বইয়ে তাকে নিয়ে দুটি গল্প আছে । শুধু যে নির্মমতায় সে দক্ষ ছিল তা নয়। তার ছিল একটি কোমল হৃদয় যেটা দুঃখী গরিবের জন্য কাঁদত । সেই সাথে যথার্থ বীরের মর্যাদা দিতে যে বিশে কার্পণ্য করতো না তার প্রমান ও এই গল্পে সে দিয়েছে ।
৩. শশী লাঠিয়াল – ডাকাতরাই যে সব সময় ডাকাতি করতো তা নয় । মাঝে মাঝে তারা বাধার সম্মুখীনও হত । তারা যে সব সময় জিততো এমনটি নয় । কোন কোন সময় প্রবল চ্যালেঞ্জের মুখে তারা পড়ত আর তাতে প্রাণটাও খোয়াত । তেমনই একটি লাঠিয়াল শশী লাঠিয়ালের কবলে পড়ে কি দশ হল তা জানতে আপনাকে পড়তে হবে শশী লাঠিয়াল গল্পটি ।
৪. কালো পাঞ্জা – বুক ভরা সাহস আর হাতের লাঠি । এই দুই ছিল কালো পাঞ্জার সহায় । ডাকাতি করতে যেত ৫০-৬০ জনের দল নিয়ে । গরিবের বন্ধু আর বড় লোকের যম ছিল কালো পাঞ্জা । যার নামে বুক কাঁপতো ধনিদের । কিভাবে ডাকাতিতে এল আর কি করে ডাকাতি করতো এবং পরিনতি সহ কালো পাঞ্জার ডিটেইলস এই উপন্যাসটি । এক কথায় অনবদ্য ।
এছাড়াও বাকি যে গল্পগুলো আছে প্রত্যেকটি গল্পই অসাধারণ । তার বিশদ বর্ণনা দিয়ে আর পোস্ট দীর্ঘায়িত করলাম না । যাদের ডাকাতদের গল্প জানার ইচ্ছে আছে তাদের জন্য অবশ্যই পাঠ্য একটি বই ।
A universal favourite of children and preteens, this book is a great compilation of stories of few of the much-feared dacoits who haunted the backwaters and jungles in Bengal, before and during the British Rule. Written in Bengali, this book was a gift from my Father as a child, and is hence a comforting read. These dacoits are mainly Robinhood types and hence had a huge support from the common people. In fact, it is believed that most of these dacoits were real life figures who looted the rich zamindars to distribute the money and wealth amongst the poor and downtrodden. My rating - 4.5/ 5