Muhammad Abdul Malek (Bengali: মুহাম্মাদ আব্দুল মালেক) is a Bangladeshi Islamic scholar and researcher of Hadith. He is the founder of the monthly Bengali Islamic magazine Al-Kawsar and head of the Department of Hadith Studies in Markazud Dawah Al-Islamia, a higher Islamic research and education institution situated at Dhaka.
হাদিসে এসেছে, ইমানকে খাঁটি করতে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।
গাফিলতির কারণে আমাদের আমলের পরিমাণ এমনিতেই কম। কিন্তু দৈনন্দিন যা আমল বা কাজকর্ম করছি সেটাতেও যদি ভুল থাকে তাহলে কেমন হবে? কিছু কিছু ভুল তো এমন আছে যেগুলোর জন্য ইমানও চলে যাবার ভয় থাকে।
যেকোনো আমল বা কাজের নিয়ত ঠিক করার পাশাপাশি সতর্ক থাকা জরুরি যে, কাজটাতে যেন এমন কোনো ভুল চলে না আসে যাতে আমার ইমান নিয়ে টানাটানি পড়ে যায়। এসব থেকে সতর্ক থাকা জরুরি। আর এসবের ন্যূনতম ইলম অর্জন করা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে।
এই বইটি মূলত মাসিক আলকাউসার পত্রিকার 'প্রচলিত ভুল' বিভাগের লেখাগুলো একত্রে সংকলন করে প্রকাশ করা হয়েছে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত ভুল বা কুসংস্কারগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে 'প্রচলিত ভুল' সিরিজে। এজন্য সিরিজটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ।
বইয়ের যে বিষয়বস্তুগুলো রয়েছে তা মোটাদাগে কয়েকটি ভাগে বিভক্ত। যথা:- ভুল বিশ্বাস, হাদিস নয়, ভুল উচ্চারণ, ভুল নাম, ভুল কথা, ভুল কাজ, ভুল ঘটনা, ভুল প্রচলন, বিদআত, ভুল আমল, ভুল ধারণা, ভুল মাসআলা, ভুল প্রথা/রীতি-নীতি/রসম, ভুল ভাবনা, ইতিহাসবিষয়ক ভুল, ভুল তথ্য ইত্যাদি। বিষয়ভিত্তিক সূচি যদিও শুরুতে পৃথকভাবে দেয়াই আছে, তবে আমার ব্যক্তিগত মতামত হলো বইয়ের মূল অংশের আলোচনাগুলোও এভাবে বিষয়ভিত্তিক সাজালে বইটি আরো সুখপাঠ্য হতো।
আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের নামে, সওয়াবের আশায় করা অসংখ্য ভুল কাজ এবং প্রচলিত বিদআতের দলিল প্রমাণসহ অপনোদন করা হয়েছে বইটিতে। রসম, রেওয়াজের নামে চলে আসা যেই ভুলগুলো আমরা নিজেরা করি এবং আশেপাশের মানুষদের করতে দেখি তাঁর মূলে রয়েছে এই বিষয়ে সঠিক জ্ঞানের অভাব। বইটি নিজে পড়ার পাশাপাশি পরিবারের সবাইকে এবং পরিচিতজনদের অবশ্যই পড়ানো উচিত।
বইটিতে সমাজে প্রচলিত নানা ভুল ভ্রান্তিগুলো তুলে ধরা হয়েছে। এই বই এর মাধ্যমে যে কোন স্তরের পাঠকই উপকৃত হবে। সেই সাথে পাঠকের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে। লেখককে আল্লাহ তা'আলা উত্তম প্রতিদান দান করুন। বইটি পিডিএফ পড়তে ক্লিক করুন।
ইসলামের নামে আমরা কতো কিছু করি!!! এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, এই বইটি না পড়লে হয়তো কখনো জানা হতো না। বইটির সবচেয়ে চমৎকার দিক হলো, সব বক্তব্যই মোটামুটি নির্ভরযোগ্য গ্রন্থের রেফারেন্সসহ উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে সেই বইগুলোও পড়া যাবে।
বইটার লেখক বইটা দিয়ে বিদাতের মুখে কসে লাথি মেরেছে। আমরা অনেক কিছুকে ইসলামের অংশ মনে করে পালন করি যা আসলে ঠিক নয়। আমি ও ছোট বেলায় মুরব্বিদের মুখে মুছা নবির মাংশের গল্প শুনেছিলাম আসলে এটা ছিল বানোয়াট গল্প। এমন অনেক বানোয়াট কাহিনী,ও প্রচলিত কুসংস্কার নিয়ে সুন্দর আলোচনা করেছে। বইটা প্রতিটা মুসলিম এর পড়া উচিৎ ।।।।