বেসিক আলী-৫ এ অনেক মজার মজার ঘটনা ঘটতে দেখা যায়। হিল্লোল আর আফজালের মধ্যে মারাত্মক ঝগড়া হয়। পরে ‘ঝিমাইন্না হিল্লোল’ আর ভোটকা আফজাল’ এর হাতে নাস্তানাবুদ হতে হয় বেসিক আলীকে। এদিকে নেচার তার চুলের পরিচর্যার জন্য বেসিকের আনা দই আর ডিম চুলে লাগিয়ে পেলে। তাই দেখে বেসিক আলী সিদ্ধান্ত নেয় এর চেয়ে নেচারের চুলই খেয়ে ফেলা ভালো- এমনই মজার সব গল্প নিয়ে ”বেসিক আলী”।/কার্টুনিস্ট শাহরিয়ার খানের রচনা ও অঙ্কনে বাংলা ভাষায় প্রকাশিত একটি কার্টুন স্ট্রিপ “বেসিক আলী”। কার্টুনটি ২০০৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাস থেকে দৈনিক প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। প্রতিদিনের এই স্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার সব ঘটনা। কার্টুনটির কাহিনী আলী পরিবারকে কেন্দ্র করে। বেসিক আলী হলো আলী পরিবারের বড় ছেলে। তার বাবা বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী, মা গৃহিণী মলি আলী। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী, আর ছোট ভাই ম্যাজিক হলো স্কুলের ছাত্র। পরিবারের বাইরে বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল আর বেসিকের প্রেয়সী অফিস সহকর্মী রিয়া হক প্রভৃতি চরিত্রও বারবার ঘুরেফিরে আসে। ”বেসিক আলী”র প্রধান চরিত্রগুলো- বেসিক আলী: কেন্দ্রীয় চরিত্র/ তালিব আলী: বেসিক আলীর বাবা/ মলি আলী: বেসিক আলীর মা; অন্য নাম ম্যাডেস্ট/ নেচার আলী: বেসিক আলীর ছোট বোন/ ম্যাজিক: বেসিক আলীর ছোট ভাই/ হিল্লোল: বেসিক আলীর বন্ধু/ রিয়া হক: বেসিক আলীর প্রেয়সী ও অফিস সহকর্মী।