What do you think?
Rate this book


314 pages, Hardcover
First published January 1, 1955
ঘটনা অনেক আগের। সে সময় পোলিও এর কারণে গল্পের নায়ক ছোট্ট অ্যালান পংগু হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও তার মনোবল একটুও ভেঙে পড়েনি। যে কাজ অনেক সুস্থ-সবল মানুষও করতে পারে না, তা-ই সে করে দেখিয়েছে। সে নিজের খোঁড়া পা, ক্রাচ, হুইলচেয়ার এসব নিয়ে অন্যদের সাথে কথা বলতে পছন্দ করে না। সে চায় না তার অসুস্থ পা এর দিকে কেউ করুণার চোখে তাকিয়ে থাকুক।
সে তার প্রিয় বন্ধু জো কারমাইকেল এর সাথে পাহাড়েও উঠেছে। অ্যালান সাঁতার শিখেছে সম্পূর্ণ নিজের চেষ্টায় একা একা। সে তার বন্ধুর সাথে খরগোশ শিকারে গিয়েছে। এমনকি তার বাবা যিনি অ্যালানকে সবসময় বাধা অতিক্রম করতে উৎসাহ দিয়েছেন তিনিও যখন বললেন এই পা নিয়ে ঘোড়সওয়ার হওয়া যাবে না। তাকেও সে দেখিয়ে দিয়েছে সে নিজেই ঘোড়ায় চড়তে পারে, লাগাম ধরতে পারে, জোরে ঘোড়া ছোটাতে পারে। কারও সাহায্য ছাড়াই ঘোড়া থেকে নামতে পারে।