শায়খুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) ইসলামের ইতিহাসে এক অনন্য নাম। অনেক লেখায় তার উদ্ধৃতি পড়েছি। তার জ্ঞানের ব্যাপকতা ও ইল্মের উপর আমলের ব্যাপারে শুনেছি। কিন্তু তার জীবনী সম্পর্কে জানার সুযোগ হয়নি। এদিকে উপমহাদেশের ও উপমহাদেশীয় ঘরানার কতিপয় নামধারী আলিমকে শায়খুল ইসলামের ব্যাপারে আজেবাজে লিখতেও দেখিছি। একজনের কাছেতো ইবন তাইমিয়্যাহ'র "শায়খুল ইসলাম" উপাধিটাই অগ্রহণযোগ্য। আরেকজনতো বলেই দিলেন যে ইবন তায়মিয়্যাহ আহলে সুন্নাহর অন্তর্গত নয়।
অতঃপর যখন জানতে পারলাম এই উপমহাদেশেরই এক শ্রেষ্ঠ আলিম সায়্যিদ আবুল হাসান আলী নাদভী (রাহিমাহুল্লাহ) শায়খুল ইসলামের জীবনী লিখেছেন তখন থেকেই বইটি পড়ার ইচ্ছা ছিল মনে। আর অবশেষে আল্লাহ তা কবুল করলেন, আলহামদুলিল্লাহ।
পরিশেষে উক্ত বইয়েরই একটি লাইন তুলে ধরতে চাই, যা লেখক সায়্যিদ আবুল হাসান আলী নাদভী, আরেক যুগশ্রেষ্ঠ আলিম শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রাহিমাহুল্লাহ) থেকে উদ্ধৃত করেছেন, যার পরে আর কোন নিন্দুকের নিন্দার প্রতি ভ্রূক্ষেপ করার কোন কারন থাকতে পারেনা।
"...জ্ঞানের জগতে এমন মনীষীর তুলনা মেলা ভার। কি লেখনী, কি বক্তৃতায় তার পর্যায়ে উপনীত হন এমন সাধ্য কার?..."