Utpal Dutt was an Indian actor, director, and writer-playwright. He was primarily an actor in Bengali theater, where he became a pioneering figure in Modern Indian theater, when he founded the 'Little Theater Group' in 1947, which enacted many English, Shakespearean and Brecht plays, in a period now known as the 'Epic theater' period.
অবিভক্ত বাংলাদেশের মানুষের কাছে সবথেকে ভয়ঙ্কর স্মৃতি হল, দেশভাগের স্মৃতি। স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গা, বিভাজন - এসবের নামে যে অন্য অত্যচার সহ্য করতে হয়েছে দুই বাংলার মানুষকে তা ভাষাতীত। এই সমস্ত মানুষের মনের অবস্থা, তাদের ওপর অত্যাচারের কথা, তাদের অসহায়তার কথা পাঠকের সামনে এনে হাজির করেছেন নাট্যকার উৎপল দত্ত, তাঁর এই 'ফেরারী ফৌজ' নাটকের মধ্যে দিয়ে। বহুমুখী প্রতিভার অধিকারী উৎপল দত্তের লেখা এই নাটক শুধুমাত্র এক নিদারুন সাহিত্যকীর্তি হিসাবেই গ্রন্থিত হয়ে থেমে থাকেনি, উঠে এসেছে প্রতিবাদের ভাষা হিসাবে। টালমাটাল সময়ের ঘটে চলা অনেক ঘটনার পরোক্ষ সমালোচনাও যেমন রয়েছে এই নাটকের মধ্যে, তেমনি রয়েছে অনেক না বলা কথাও। উৎপল দত্তের লেখা 'ফেরারী ফৌজ' নাটকটি কাহিনীর আশ্রয় নিয়ে তুলে এনেছে অনেক চেনা-অচেনা ঘটনাকে। উৎপল দত্তের সৃষ্টি করা ব্রজেন, অশোক, হিতেন, দেবব্রত, যোগেন, কুমুদ ও আরও অজস্র সব কালজয়ী চরিত্র ও তাদের রক্তগরম করা সংলাপ এই নাটককে যেন আরও জীবন্ত করে তুলেছে। নাট্যকার মন্মথ রায় 'ফেরারী ফৌজ'-এর ভূমিকাতে যথার্থই বলেছেন, "বাঙালির রাত্রির তপস্যাকে এমন করে কেউ কখনও এমন রক্তোৎপল অর্ঘ্য দেয়নি এর আগে।"