What do you think?
Rate this book


326 pages, Hardcover
First published February 1, 1994
“একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও
নইলে কিশোর চেনেনা কেন ঘাসফুল? ঘাস কেন সবুজের বদলে হলুদ?
একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও
নইলে নয়টি অমল হাঁস থেঁতলে যায় ট্রাকের চাকায়?
ভালোবাসা, কেবলি...কেবল একটা
বাজেয়াপ্ত শব্দের তালিকা হয়?
একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও
নইলে মানুষের দরোজায় টোকা দিলে কেন আজ দরোজা খোলে না?"
"এতটা বয়স চলে গেলো,কিংবা হতেও পারে ২৬ বছর খুউউব-ই দীর্ঘ সময়, অনুভবে সময়ের ভিন্নতা অপরিহার্য, নইলে সবাই-ই যে এক হয়ে দাঁড়ায়!
তবু কী আশ্চর্য আজো কি জানলাম,
চড়ইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা?
খড়ের আত্নায় কেন এত অগ্নি, এতটা দহন?
গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ?"
(মে,১৯৭৩)

"অবশেষে জেনেছি মানুষ একা
মানুষ তার চিবুকের কাছে ভীষণ অচেনা ও একা।"
"এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া।"