53%
অদ্ভুতুড়ে সিরিজের এই বইটা বেশি মনোমুগ্ধকর হলো না। ভিলেন মান্ডুক, আবু ও পুতুলের মতো কচিকাঁচারা, রায় বাড়ির কর্তা ও তাঁর চার পুরুষের জ্যান্ত সংসার, পাড়ার উকিল মায় গজানন পর্যন্ত কারো চরিত্র পাঠকের কাছে ধরা পড়লো না। কেবল এইটুকু জানা গেল, গজানন বাতাসে ভেসে থাকে, বয়েস তার দুশোর বেশি, আর সে একটি নস্যির ডিবে খুঁজছে। এই সিরিজের অন্যান্য উপন্যাসের তুলনায় এই কাহিনীটি একটু ভাসা ভাসা মতো উবে গেল। যদিও লেখনীর রস অব্যাহত। বইয়ের কলেবর বড়ো নয়, তাই একঘেয়েও লাগার কথা নয়। মোদ্দা কথা - খারাপ নয়। এবার আরেকটি অদ্ভুতুড়ে শুরু করতে হবে।।