সুখে থাকতে ভূতে কিলোয়| নামজাদা নারীবাদী লেখিকার মাথায় হঠাৎ খেয়াল চাপে (বা প্রকাশকের উপরোধে ভাবেন, "এ আর এমন কী, প্লটটাকে একটু এদিক-ওদিক করে দিলেই ব্যাপারটা রীতিমতো রহস্যময় ঠেকবে পাঠকের কাছে") রহস্য কাহিনি লেখার| ফল: বড়োদের জন্যে স্রেফ মিতিন, আর ছোটোদের জন্যে মিতিনমাসি নামে এক গোয়েন্দানি আবির্ভূত হন পত্রপত্রিকায়| সেই গোয়েন্দানি, তাঁর অসহ্য রকম ডিসফাংশনাল পরিবার, সিরিয়ালের পাতা থেকে উঠে আসা যাত্রাপালা টাইপের কিছু চরিত্র, রগরগে উপাদানে সমৃদ্ধ (বঙ্গীয় প্রকাশনার প্রাচীন প্রবাদ: বাথরুম-বেডরুম না গুঁজলে বড়ো লেখকের নাম-মাণ কিছুই থাকে না) অথচ "ঘুড়ায় হাসব" টাইপের "রহস্য"(?!) নিয়ে লেখা তিনটি কাহিনি রয়েছে এই বইতে| কাহিনিগুলো হল: -
১) বিষ
২) তৃষ্ণা মারা গেছে
৩) মারণ বাতাস
দে'জ, যথারীতি, বইটিতে এই নভেল্লাগুলোর প্রথম প্রকাশ সংক্রান্ত কোন তথ্য দেওয়ার প্রয়োজন বোধ করেনি| তবে ওসবের প্রয়োজনও নেই| যেসব আঁতেল আর উঠতি নারীবাদী সুচিত্রা ভট্টাচার্যের লেখার ভক্ত, তাঁরা এই বইটি পড়বেনই| বাকিদের উদ্দেশ্যে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে আমার লেখাটি পেশ করা গেল|