জাফর ইকবালের বেশির ভাগ সায়েন্স ফিকশনসহ অন্যান্য গল্পে মানুষকে নীচ, কুৎসিত, বর্বর দেখানোর একটা টেন্ডেন্সি থাকে। মানুষ খারাপ। যুদ্ধ করে, দাঙ্গা করে। অন্যান্য জীব তো তা করে না। তারা সংঘবদ্ধ। তারা “ভালো মানুষ” ইত্যাদি ইত্যাদি। এই টার্মের উপর ঝুড়ি ঝুড়ি গল্প লেখা হয়ে গেছে ইকবাল সাহেবের। আরে মিয়া, কনফ্লিক্ট তো সব গোষ্ঠীর ভিতরেই আছে। মেটিং সিজনে আর এলাকা রক্ষা নিয়ে অন্যান্য প্রাণীর হেব্বি রকম ফাইট হয়। সেটা কী লেখকের চোখে পড়ে না? যান, মানলাম ওইটা বড় বিষয় না। লেখক আসলে মানবসমাজের সকল কনফ্লিক্টের বিপক্ষে তার অবস্থান দেখাইতে চাইছেন। কিন্তু আমি মনে করি না এমন একপাক্ষিক দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তিময় গল্পগুলো দিয়ে সেই অবস্থান ব্যক্ত করার এতটাও প্রয়োজন আছে। এটার রেটিং মূলত সাড়ে তিন তারা। এই বইটায় যেমন “আইন্সটাইন” আর “প্রোগামার” এর মতো চমৎকার দার্শনিক গল্প আছে তেমনি “ওয়াই ক্রোমোজম” আর “ক্যাপ্টেন জুক” এর মতো অতিশয় বাজে হলিউডি কায়দার গল্পও আছে। এগুলো বাদে বাকিগুলোকে মোটামুটি বলা যায়।