আমি এর আগে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের কোনো ছোট গল্প পড়িনি। বইটি কেনার সময়ও জানতাম না এটি ৯টি ছোট গল্পের সংকলন। দুই একটা বাদে প্রায় সব গুলো গল্পই মুক্তিযুদ্ধ রিলেটেড।
আমি সবসময়ই ওনার কিশোর উপন্যাস আর সায়েন্স ফিকশনের অন্ধ ভক্ত। কিন্তু জানতাম না উনি ছোটগল্পও বেশ ভালো লিখেন। সব গুলো গল্পই সুন্দর ছিলো।
কিন্তু না বললেই নয় রাইটিং স্টাইল অনেকটাই হুমায়ূন আহমেদ স্যারের মতো লেগেছে।