১৮ বছর একটা দেশে থাকার পর সেদেশটাকে নিয়ে সস্তা ট্রাভেলগ লেখা যায়না। মুজাই তাই এখানে দিনপঞ্জিটাই তুলে দিয়েছেন। আঠারো বছর পর সামারের ৬ সপ্তাহ ছুটি কাটাতে আমেরিকা গিয়েছিলেন সপরিবারে, সময়টা 1996, ইন্টারনেট তখনো সবে শিশুর মত, হাটি হাটি পা করে এগুচ্ছে। তখনকার কিছু দিনপঞ্জি নিয়েই এই বইটা। বইটা জুড়ে হিউমারাস্লি আমেরিকান কালচারের বিচিত্র দিকগুলো তুলে ধরা হয়েছে।
আমেরিকার সংস্কৃতিতে সমকামীতাকে নিয়ে এই বইয়ের কয়েকটা জায়গায় তার লেখা পড়ে তাকে বেশ ওপেন-মাইন্ডেড মনে হয়েছে; আমার মনে হয়না তার সমসাময়িক আর দশজন বাংলাদেশী এরকম ওপেন-মাইন্ডেড থাকতে পারতেন লেখার সময়! এইদিকটা আমি খুবি এপ্রিশিয়েট করেছি। বাংলাদেশি আর আমেরিকান সংস্কৃতির একটা কম্প্যারাটিভ দিক তার লেখায় চলে এসেছে, যেটা ইচ্ছাকৃত হয়ত ছিলোনা। মানুষ মানুষই, সে সাদা চামড়ার হোক আর বাদামী চামড়ারই হোক না কেন, সবার মধ্যে খুব কমন কিছু মানবতাবোধ আবার অমানবিকতাও থাকে- সেইদিকটা প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে।
বিদেশীদের প্রতি তার স্বদেশীদের মতই ভাব ছিল, কিছু ক্ষেত্রে তিনি ওপেনলি লিখেছেন যে স্বদেশীদের সাথে তার রাজনৈতিক আলোচনা করতে একদম ভালো লাগত না। কিন্তু বিদেশীদের সাথে ভালো মিশতে পারতেন। ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ বটে।
উনার কর্মজীবন নিয়ে আমার বেশ ফ্যাসিনেশন ছিল, কিছুটা সাধ এই বইটা থেকে মিটল। যদিও তার কাজের টেকনিক্যাল ডিটেইলস খুব গভীরে এক্সপ্লোর করেননি, কিন্তু কর্মক্ষেত্রের মানুষগুলোর সাথে তার ইন্টারেস্টিং সম্পর্কগুলো চলে এসেছে লেখায়।
আবার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিল, তার কিছু কিছু আচরণ ঠিক অথেনটিক হয়নি, ভদ্রতার খাতিরে করার দরকার তাই করা। মাঝে মাঝে মনে হয়েছে, আমেরিকানদের নিয়ে উনার বেশ rosy, naive, unrealistic একটা ভিউপয়েন্ট কাজ করে, যেটা বাস্তবিক অর্থে হয়ত অতোটা সাদামাটা না।
(Update: After the Monsoon Revolution of July-August 2024, my perception towards MZI changed. I couldn’t bring myself to burn his books or discard of his books, but I'll stop purchasing or reading his books. He turned out to be a spineless coward, so addicted to licking the boots of Sheikh Hasina’s regime that he failed to see the reality. I lost all respect for him, and the way he disappointed all youth- it broke my heart. I grew up reading his teen novels and sci-fi books, he made my childhood much more enjoyable through his work. But I have to part ways with him now, because he just lacks the balls to stand up for the country he so brazenly used to advertise his love for. Bye bitch. No regrets.)