বইটিতে রয়েছে বাহাদুর বিড়াল, বাটুল দ্য গ্রেট,নন্টে-ফন্টে ,হাঁদা-ভোঁদা,খাঁদু-দাদু প্রভৃতি পরিচিত কমিকস। এছাড়াও রয়েছে কার্টুন স্ট্রিপ, ঐতিহাসিক কমিকস,জাতকের গল্প , গোয়েন্দা কৌশিক প্রভৃতি।মাঝে মাঝে আছে অলংকরণ,প্রচ্ছদ,খসড়া ও জীবনী।তবে এইসব কমিকস এর মধ্যে আমার সেরা লেগেছে নন্টে-ফন্টে কমিকসগুলো।