অলোক সরকার ছোটবেলায় শ্মশান দেখেছেন, দেখেছেন আত্মজনকে পোড়াতে। সেখান থেকেই এই বিষয়ে আগ্রহ জন্মে তার। শ্মশান নিয়ে প্রচুর পড়েছেন সেটা প্রতিটি অধ্যায়ের শেষে রেফারেন্স বইয়ের নামের তালিকা দেখলে বুঝা যায়। শুধু পড়েছেন তাই নয় শ্মশানে শ্মশানে ঘুরেছেনও প্রচুর। দারুন টপিকের দারুন বই।
অনেক সুন্দর তথ্যবহুল একটা বই পড়লাম। লেখকের অনেক বছরের গবেষণার ফসল এই বই। অনেক তথ্যসমৃদ্ধ অথচ অসম্ভব সুন্দর লেখনীতে ফুটে উঠেছে মানবজীবনের শেষ গন্তব্যের চিত্র।