What do you think?
Rate this book


63 pages, Hardcover
First published May 1, 1992
কুকুরের মহানগরে একবারই আমি একটি সিংহের দেখা পাই; পেয়ে বিস্মিত হই।... আমি অনেক দিন দূর থেকে তার কেশর দেখতে থাকি, তার কেশরের গৌরবে আমি মুগ্ধ হই; অনেক দিন ধ'রে আমি তার পদক্ষেপের দিকে ভীরু খরগোশের মতো তাকিয়ে থাকি, আমি নীলিমার ছোঁয়া বোধ করি।...খরগোশ হয়ে আমি সিংহের স্বপ্ন দেখতে থাকি । আমি বুঝি এটা আমার অপরাধ; কিন্তু ওই অপরাধকেই আমার মনে হয় আমার জীবনের পবিত্রতম কাজ; কারণ সিংহের স্বপ্ন আমাকে কুকুরের সীমার বাইরে নিয়ে যায়। আমাকে মেঘের স্পর্শ দেয়, সমুদ্রের স্পর্শ দেয়,মহান অরণ্যের অনুভূতি দেয়; আমাকে রূপান্তরিত করে দেয়, আমি এক পবিত্র সত্তায় পরিণত হই;—জন্মের আগে আমি যেমন ছিলাম। ওই স্বপ্ন আমাকে সুন্দর ক'রে তুলতে থাকে, শুচি ক'রে তুলতে থাকে; কুকুরের সংস্পর্শে এসে আমার মনে যতোটুকু ময়লা লেগেছিলো, তা শুভ্রতায় পরিণত হ’তে থাকে।
আমি সিংহের পদতলে নিজেকে সমর্পণ করি।
কিন্তু সমর্পণ করার পরই দেখতে পাই সিংহটি কুকুর হয়ে উঠছে। তার কেশর খ'সে পড়ে, পেশি শিথিল হয়ে পড়ে, মুখ থেকে লালা ঝরতে থাকে। একটি কুকুরের আলিঙ্গনে প'ড়ে আছি দেখে আমি চিৎকার ক'রে উঠি।
আমার কুকুরপালে কুকুরের সংখ্যা একটি বাড়ে।