নির্মল হাস্যরস, স্বপ্ন, ছেলেবেলা ও মানবিকতার ছোঁয়ায় তৈরী হওয়া এই বইটিতে স্থান পেয়েছে ৩২ টি ছোট এবং বড় গল্প।
এই বইটির গল্পে কল্পবিজ্ঞান মিশেছে মানবকল্যাণে ব্রতী চিন্তাভাবনার সাথে। আবার আছে থরহরি নামক এক বালকের অদ্ভুত কান্ডকারখানার বিবরণ। হাসির মোড়কে জীবন জয়ের গল্প হারাধণ। কালিদাসের নিখাদ মজার ঘটনা মনে করায় পাগলা দাশুর কথা। গল্পের শেষটা যেন মনকে নাড়া দিয়ে যায়। রাখালের ফুটবলার হওয়ার স্বপ্ন তাকে দারিদ্র, হতাশা, লাঞ্ছনা ও অপমানের ঊর্ধ্বে নিয়ে গিয়ে অবতীর্ণ করে জীবন জয়ের মঞ্চে। গদাধর ও এমনই এক মনে রাখার মত কাহিনী। এই বইটিতে আছে গোয়েন্দা সব্যসাচীর ফুটবলের গোল্ডকাপ উদ্ধার করার গল্প। মজার আঙ্গিকে শুরু হওয়া গল্প ভানু-কানু আসলে আবেগ ও ভালবাসার কাহিনী। আরেকটি ঘটনাময় দুর্দান্ত গল্প আশু-বিশু। ভূতের গল্প, চোরের গল্প, ডাকাতের ভালো কাজ করার গল্প, হাসি, মজা, আনন্দ, দুঃখ এবং সর্বোপরি মানবিকতার জয়গান - সব মিলিয়ে দুলেন্দ্র ভৌমিকের লেখনী গতিসম্পন্ন এবং অসাধারণ।
শুধু দুঃখের বিষয় এটাই যে এই বইটিতে গৌর-নিতাই বা আলেকজান্ডারের পিসি - এই দারুণ গল্পগুলো নেই।