কোয়ান্টাম বলবিজ্ঞানের জগতে চমকপ্রদ এক বিষয় হলো ফাইনম্যান ডায়াগ্রাম। কোয়ান্টাম বলবিজ্ঞানের নাম-গন্ধ আছে বিধায় অনেকেই একে ভয় পায়, কিন্তু বাস্তবতা হলো পদার্থবিদ্যার স্বল্প কিছু জ্ঞান নিয়েই ফাইনম্যান ডায়াগ্রাম অনুধাবন করা সম্ভব। তাই সহজ ভাষায় ফাইনম্যান ডায়াগ্রাম নিয়ে সাজানো হয়েছে এবারের প্রচ্ছদ। পাশাপাশি বরাবরের মতোই থাকছে বিজ্ঞানের অন্যান্য বিষয়ের উপর আলোচনা। বিশেষ করে এ মাসে জীববিজ্ঞানের উপর গুরুত্ব দেয়া হয়েছে। কী কী বিষয়ে লেখা থাকছে তার শিরোনামগুলো-
1. মস্তিষ্ক হাইজ্যাক করে যেসব পরজীবী 2. গভীর সমুদ্রে চেনা পৃথিবীর অচেনা জগৎ 3. আমাদের গ্যালাক্সি পরিচিতি 4. দেহ ঘড়ির নোবেল জয় 5. সহজ কথায় ফাইনম্যান ডায়াগ্রাম 6. প্লাস্টিকের বোতল যখন নিউমোনিয়ার হাতিয়ার 7. বর্তমান থেকে অতীত ও ভবিষ্যতে চলে যাওয়া মন 8. লিওনার্দো দ্য ভিঞ্চির এক ডজন চমকপ্রদ উদ্ভাবন 9. মদের নেশার জৈব রসায়ন 10. পরিবেশ দূষণ রোধে বায়োরিমেডিয়েশন 11. ওএমআর মেশিন যেভাবে উত্তরের সঠিক বেঠিক বুঝতে পারে 12. যেভাবে কাজ করে এন্টিবডি 13. যুগল নক্ষত্রদের কথা 14. আকাশ থেকে ঝুলবে ভবন 15. ভেরা রুবিনের ডার্ক ম্যাটার 16. লবন সহিষ্ণু ধানে আশার আলো