পৃথিবীর এক প্রান্তে যদি একটি প্রজাপতি ডানা ঝাপটায় এবং সেই ঝাপটা উপযুক্ত সময়ে উপযুক্ত ফিডব্যাক পায় তাহলে সেটি পৃথিবীর অপর প্রান্তে ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্ম দিতে পারে। উদ্দেশ্যহীন বিক্ষিপ্ত ও ক্ষুদ্র কিছু ঘটনা উপযুক্ত সময়ে পজিটিভ ফিডব্যাক পেলে তা থেকে জন্ম নিতে পারে বিশাল কিছু। আপাত বিশৃঙ্খল জিনিস থেকে জন্ম নিচ্ছে শৃঙ্খল জিনিস। এধরনের ঘটনাকে বলা হয় 'বাটারফ্লাই ইফেক্ট'। যেখানে একে আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় 'ক্যাওস থিওরি'। এই ক্যাওস থিওরি নিয়ে সাজানো হয়েছে এবারের প্রচ্ছদ।
এছাড়া আরো যে যে বিষয় নিয়ে আলোচনা থাকছে-
1. ক্যাওস থিওরি: বিশৃঙ্খলাই যেখানে শৃঙ্খলার পরিচায়ক 2. সৌরমডেলের ক্রমান্বয়িক পরিবর্তন 3. অভ্যাসের শক্তি ও অবিশ্বাস্য রহস্যময়তা 4. পদ্মা সেতু বাস্তবায়নে স্থাপত্যের চ্যালেঞ্জ 5. ফটো ফিফটি ওয়ান 6. উদ্ভিদের অভিযোজনের অনন্য কৌশল 7. তৈরি হলো ঋণাত্মক ভরের পদার্থ 8. সাবমেরিনের ব্যাবচ্ছেদ 9. হিপোক্রেটিস ও প্রাচীন গ্রীক চিকিৎসাশাস্ত্র 10. ‘ব্যর্থ’ পরীক্ষায় পদার্থবিজ্ঞানের বিপ্লব 11. প্রকৃতিতে কেন ষড়ভুজের প্রাধান্য বিদ্যমান 12. ক্যাফেইন আসক্তির কারণ 13. কম্পিউটারের সাথে যুক্ত হবে মস্তিষ্ক 14. প্লাস্টিক, পলিথিন যখন ‘তরল’ জ্বালানী