মাত্র কদিন আগে এমন একটি নক্ষত্র ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে যেখানে একটি নয় দুটি নয় পুরো সাতটি প্রাণবান্ধব গ্রহ আছে। মহাজাগতিক প্রেক্ষাপটে দূরত্বও খুব একটা বেশি নয়, মাত্র ৪০ আলোক বর্ষ। বাসযোগ্য গ্রহের মিছিলে উঠে এসেছে বহির্জাগতিক প্রাণী সম্বন্ধে আলোচনা। সেসব গ্রহে কি প্রাণী আছে? হোক উন্নত কিংবা অনুন্নত, আদৌ আছে কিনা? যদি থেকে থাকে তাহলে কেমন হবে তাদের রূপ? পৃথিবীর প্রাণীর সাথে তাদের কি কোনো মিল থাকবে? মিল না থাকলে কেন থাকবে না? থাকলে কোন যুক্তিতে থাকবে? যদি থাকে তাহলে তাদের দেখা, চলা, খাওয়া কেমন হবে? পৃথিবীর প্রাণীদের কর্মকাণ্ডের সাথে তাদের কর্মকাণ্ডের মিল থাকবে কি?
এসব নিয়ে আলোচনা করা হয়েছে প্রচ্ছদ রচনা "কেমন হতে পারে ভিনগ্রহী প্রাণীর রূপ" শিরোনামের লেখাটিতে।
এই সংখ্যায় অন্যান্য যে যে লেখা স্থান পাচ্ছে:
1. মানচিত্র : যে সবসময় মিথ্যা বলে এসেছে 2. একবিংশ শতাব্দীর মুর্খামি 3. অ্যান্টিবডির ইতিহাস ও গাঠনিক বৈচিত্র্য 4. একই নক্ষত্রে সাতটি প্রাণবান্ধব গ্রহ 5. কেমন হতে পারে ভিনগ্রহী প্রাণীর রূপ 6. মহাকাশে কেন বর্গাকার বস্তু নেই? 7. কী হতে যাচ্ছে পরবর্তী মহামারী 8. রোবটাধিকার 9. মাইকেলসন থেকে আইনস্টাইন 10. মহাকর্ষ যেভাবে শ্রোডিংগারের বিড়ালকে ধ্বংস করে 11. ট্রাইএঙ্গুলিন: পদার্থবিজ্ঞান যেখানে রসায়নকে হারিয়ে দিল 12. পিঁপড়ার ব্যক্তিত্ব 13. চার্ম ও স্ট্রেঞ্জ কোয়ার্ক