২০১১ সালে পরীক্ষামূলকভাবে যাত্রা করে জিরো টু ইনফিনিটি। অক্টোবরের এই সংখাটাই বাস্তবিক পক্ষে জিরো টু ইনফিনিটির প্রথম সংখ্যা। যদিও অফিসিয়াল ভাবে এপ্রিল ২০১২ সংখ্যাটাকে প্রথম সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই ইস্যুটা ছিল বড় রয়্যাল সাইজের। এর পরের ম্যাগাজিন গুলো প্রমাণ সাইজের। কারেন্ট এফেয়ার্সের মতো। এই সংখ্যাটা নিয়ে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্মতে সংবাদ ছাপা হয়েছিল। এপ্রিল ২০১২ এর পর থেকে নিয়মিত জিরো টু ইনফিনিটি প্রকাশিত হয়ে আসছে।