এই ঢাকা শহরের যৌথ পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। একটা পরিবার পুত্র-কন্যা, পুত্রবধু, নাতি-নাতনি নিয়ে থাকতেন বাবামায়েরা। সুখে-দুখে। তাতে সুবিধা ছিল অনেক, অসুবিধাও ছিল কিন্তু। দুটো মানুষ পাশাপাশি থাকা মানেই আনন্দ- বেদনার পাশাপাশি কিছু ঝুটঝামেলাও ভাগাভাগি করে নেওয়া বাস্তব কারণে, অর্থনৈতিক চাহিদার তোড়ে, নতুন প্রজন্মের নতুন মুল্যবোধের ধাক্কায় জীবনযাপনের রীতিনীতি পাল্টাবে, এটাই তো স্বাভাবিক। ধানমন্ডির ৫১ নম্বর বাড়িতে ফয়জুল আলম চৌধুরী পরিবারটি একান্নবর্তী। বড় ছেলে ফয়সল, বড় পুত্রবধু বুশরা, তাদের ছেলে কাব্য, মেজ ছেলে ফরহাদ, তার বউ শিউলি, ছোট ছেলে ফাহিম, মেয়ে ফারিয়া আর নাতনি টুশিকে নিয়ে ভালোই চলছে এই পরিবারটি। আর তাদের বাড়িতে আছে এক্সটেনশনের ভাড়াটে জয়নাল, গৃহপরিচারিকা আলো আর কাজের ছেলে রতন। দিন যায়, নানাধরনের আঘাত এসে লাগে পরিবারটির গায়ে। ভেতরের আঘাত, বাইরের ঢেউ। তবু এই বাড়ির সদস্যরা পরম মমতায় ধরে রাখে প্রীতির বন্ধন। কিন্তু সময়ের দাবি অগ্রাহা করতে পারে কে? একদিন ভাঙনের ঢেউ এসে লাগে এই পরিবারিটিতেও। চ্যানেল আইয়ে প্রচারিত এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ৫১-বর্তীর উপন্যাস-রূপ এই বইটি যেন শোনাতে চায় সেই পুরোনো গানটিই: ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমর ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি ।
Anisul Hoque (Bangla: আনিসুল হক) is a Bangladeshi screenwriter, novelist, dramatist and journalist. He graduated from Bangladesh University of Engineering and Technology, trained as a civil engineer.
His inspiration in journalism and writing started during his student life. After his graduation he joined to serve as a government employee but resigned only after 15 days. Instead he started working as a journalist. He attended the International Writing Program at the University of Iowa in 2010. Currently, Hoque is working as an Associate Editor of a Bengali language daily, Prothom Alo.
His novel মা was translated in English as Freedom's Mother. It was published in Maithili too. He was honored with Bangla Academy Award in 2011.
পড়তে পড়তে মনে হইলো আচ্ছা খুব পরিচিত পরিচিত লাগতেছে। পরে সার্চ করে দেখি আররে এইটা তো টিভি সিরিজ ছিলো, অনেক ছোটকালে দেখেছি। একটা মাত্র কারণে মনে আছে আর সেটা হলো বাড়ির বড় বউ এর নাম ছিলো বুশরা যে খালি খ্যাচ খ্যাচ করতো! আর আমাকে সবাই পচাইতো! বইটাও খারাপ না। হুমায়ুন আহমেদ ফ্লেভার আছে, বাজে রিপঅফ আর কি।
২০০৩ সালে চ্যানেল আইতে "৫১ বর্তী" নামে একটি নাটক সম্প্রচারিত হত। নাটকটির রচয়িতা ছিলেন আনিসুল হক। বেশ জনপ্রিয়তা পেয়েছিল তখন নাটকটা। এরপর ২০০৫ সালে তিনি উপন্যাস আকারে একই নামে এবং একই কাহিনীর ভিত্তিতে বই বের করেন।
এই বছরের বইমেলা থেকে শখ করে বইটা কিনেছিলাম। পড়তে গিয়ে এতটা যে হতাশ হতে হবে ভাবিনি! পড়ার সময় মনে হয়েছে নাটকের চিত্রনাট্যই বোধহয় পড়ছিলাম। খুবই বিরক্ত লেগেছে। আর কাহিনী একদমই খাপছাড়া লেগেছে।
If you had watched Ekanno Borti, the most loved and watched hit mega-serial of its time, you know what this book has to offer along with the precious nostalgia. If you haven't, read the book, but first binge watch the serial on youtube!