Shahaduz Zaman (Bangla: শাহাদুজ্জামান) is a Medical Anthropologist, currently working with Newcastle University, UK. He writes short stories, novels, and non-fiction. He has published 25 books, and his debut collection ‘Koyekti Bihbol Galpa’ won the Mowla Brothers Literary Award in 1996. He also won Bangla Academy Literary Award in 2016.
বিভিন্ন সময়ে শিল্পসাহিত্য, রাজনীতি, ভ্রমণসহ বিবিধ বিষয়ে লেখা ২৩টি প্রবন্ধের সংকলন 'টুকরো ভাবনা'। 'বিশ্বায়নের কালে লেখালেখি' বক্তৃতা থেকে লেখায় রূপ দেয়া প্রবন্ধটা সবার জন্য অবশ্যপাঠ্য মনে করি।
তাছাড়া 'একাকী মানুষ', 'রবীন্দ্রনাথের ছোটগল্প' নিয়ে লেখা অধ্যায় গুলোও সুপাঠ্য। সবমিলিয়ে পড়ার মতো একটা বই।
শাহাদুজ্জামান, এক ভাবনার দিগন্ত উম্মোচন করা নাম। আমরা যারা কম জানি, কম পড়ি বা কম মনে রাখতে পারি তাদের জন্য শাহাদুজ্জামান একটা নোটবুক টাইপের। শাহাদুজ্জামান ভাল লাগে তার কথা বলার ধরন আর দৃষ্টিভঙ্গির কারনে। তিনি গুছিয়ে কথা বলেন, মাঝে মাঝে অনেক বলেন আবার মাঝেমাঝে অল্প বলেন, যাই বলুক না কেন তিনি তার প্রস্তাব আর ভাব অবতারণার কেন্দ্র থেকে খুব কমই বিচ্যুত হন। তাকে আরও বেশি ভাল লাগে তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির কারনে, যা বলেন তা সবার জন্য, সারা বিশ্বকে মাথায় রেখে। ভাল লাগার আরেক কারন তার লেখায় রেফারেন্স গুলো দেখে, আমরা যারা জ্ঞান রিলেট করতে চাই কিন্তু কম জানি তাদের কাজটা সহজ করে এবং এক কথায় কি পড়তে হবে তা জানিয়ে দেন।
টুকরো ভাবনা তার প্রবন্ধের বই। আলোচনা করেছেন সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, কলা, শিল্প ও সাহিত্য নিয়ে এবং বেশ কিছু অভিজ্ঞতার আলোকে। ভাল লেগেছে।
শাহাদুজ্জামানের নির্বাচিত বিভিন্ন কলাম নিয়ে লেখা বই। বিশেষত ওনার ২০১১-১২ সালের লেখার সংকলন। ২৩টি লেখা রয়েছে। কোনটি স্রেফ সাহিত্য, কোনটি ভ্রমণকাহিনী আবার কোন কোনটি স্মৃতিচারণ। স্মৃতিচারণ করেছেন তারেক মাসুদকে নিয়ে। নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উনার ব্যাখ্যাগুলো চমৎকার। প্রতিটি েলেখার মধ্যেই শ্রম ও সময় দেয়ার প্রবণতা দৃশ্যমান হয়ে ওঠে। সাহিত্যিক মূল্য বোঝার ধৃষ্টতা ব্যক্তিগতভাবে সাহিত্য খুব না জেনে দেখানোকে ধৃষ্টতা হিসেবে দেখি। আপামর জনগণের জন্য বই পড়ার একটি উদ্দেশ্য যদি হয়ে থাকে জ্ঞানের নতুন দুয়ার খুলে দেয়া, তবে এ কাজে লেখক পুরোটাই সফল। আপনি স্বাস্থ্য এবং বিশ্বস্বাস্থ্য’র মধ্যকার বৃহতাকারের পার্থক্যও টের পাবেন কয়েকটি লেখা পড়লে।