Hasan Azizul Huq (Bengali: হাসান আজিজুল হক) is a Bangladeshi writer, reputed for his short stories. He was born on 2 February, 1939 in Jabgraam in Burdwan district of West Bengal, India. However, later his parents moved to Fultala, near the city of Khulna, Bangladesh. He was a professor in the department of philosophy in Rajshahi University.
Huq is well known for his experiments with the language and introducing modern idioms in his writings. His use of language and symbolism has earned him critical acclaim. His stories explore the psychological depths of human beings as well as portray the lives of the peasants of Bangladesh.
He has received most of the major literary awards of Bangladesh including the Bangla Academy Award in 1970.
হাসান আজিজুল হক গল্পসমগ্র ১; এই বইটি রীতিমত এক আতঙ্কের প্রতিশব্দ হয়ে থাকবে আমার জন্য! গল্পগুলো পড়তে এবং পড়ে তার মর্মোদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে আমাকে, সম্ভবত আমারই ভাষাগত দৌর্বল্যের দায়ে। বেশীর ভাগ গল্পের মূল প্রস্তাবনা আমি হারিয়ে ফেলেছি কঠিন কঠিন শব্দের অনাবশ্যক ব্যবহার ও পরিস্থিতির মাত্রাতিরিক্ত বিরক্তিকর বর্ণনায়। প্রথম দিকের বেশ ক'টি গল্পের (যা লেখকেরও প্রথম দিককার জীবনে লেখা; বয়েস যখন কুড়ি-একুশ) উপজীব্যই হলো অবৈধ সন্তান ধারণ, গর্ভপাত, মানব মনের গোপনতম কামনা বাসনা ইত্যাদি। যৌনতা এমন একটি বিষয় যা একেবারে শুরু থেকেই মানবসভ্যতার সাথে ওতপ্রোতোভাবে জড়িত এবং এটি আর অন্য দশটি মানবিক বিশেষত্বের একটি। এমন একটি বিষয়কে নিয়ে টানা দার্শনিক আলোচনা কপচিয়ে গেলে তা যথেষ্ট বিরক্তির উদ্রেক করে। ভাষাগত মারপ্যাঁচের দায়ে অনেক সময়ই বইটিকে সাহিত্যের বইয়ের বদলে 'মানব মনের অন্ধকার গতি প্রকৃতি' সংক্রান্ত আভিধানিক বই মনে হয়েছে!
জীবন সম্পর্কে লেখক হাসান আজিজুল হক এর যে অবসারভেশন বা দর্শন তা হয়তো সঠিক কিন্তু তার চিত্রায়ন তিনি করেছেন বেশ অস্পষ্টভাবে। গল্পগুলো পড়ার সময় অনেক সময়ই মনে হয়েছে যে অলংকারময় ভাষার ব্যবহারে বিভিন্ন পরিস্থিতির বর্ণনা তিনি করেছেন, তা পরিস্থিতির দাবী নয় বরং অনেকটাই ইচ্ছেকৃত; গল্পের লেখনীকে কঠিন করে তুলেছেন তাঁর লেখাকে শুধু বোদ্ধা মহলের ভেতর সীমাবদ্ধ করে রাখবার জন্য। সাধারণ মানুষ গল্প পড়ে বুঝে ফেললে আর তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করলে তা বিরাট লজ্জার ব্যাপার বটে!
উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষার প্রয়োগ কমবেশী সবক'টা গল্পেই আছে। এটি একটি ভালো ব্যাপার। এতে করে গল্পের চরিত্রগুলোর বিশ্বাসযোগ্যতা আরো বাড়ে। তবে কষ্ট আমাকে করতেই হয়েছে যখন বারবার তিনি তাঁর গদ্যের ভেতর চরিত্রগুলোর কথোপকথন ঢুকিয়ে দিয়েছেন। কোন অংশটুকু গদ্য আর কোনটি যে সংলাপ তা বুঝে ওঠা সত্যিই দুষ্কর হয়ে উঠছিলো। তবে শেষের ৪-৫ টি গল্পের লেখনীর কায়দা একেবারে আমূল বদলে ফেলেছেন লেখক। সে গল্পগুলোতে সেই প্রিটেনশনটা আসেনি যা তাঁর প্রথম দিককার গল্পগুলোতে বেশ ভালোভাবে টের পাওয়া যায়। বিষয় নির্বাচন ও লেখনীর দিক থেকে এই শেষ ক'টি গল্প অনেক বেশী পরিপক্ক।
পাদটীকাঃ লেখক তখন কমবয়েশী ছিলেন বলেই কিনা জানিনা, তাঁর প্রথম দিকের গল্পগুলোতে 'নগ্ন' ও 'উলঙ্গ' শব্দদ্বয়ের অনাবশ্যক প্রচুরতা আমার চোখে বেশ নগ্নভাবেই ধরা পড়েছে!
Born in 1939, a professor of philosophy, Rajshahi University, Bangladesh. Composed some of the finest short stories of contemporary Bengali literature. In ways far ahead of many writers with unique topic, style, realism, and verve. Do read his solo novel, AGUNPAKHI. A truly world class writer.