Manik Bandopadhyay (Bengali: মানিক বন্দ্যোপাধ্যায়) was an Indian Bengali novelist and is considered one of the leading lights of modern Bangla fiction. During a short lifespan of forty-eight years, plagued simultaneously by illness and financial crisis, he produced 36 novels and 177 short-stories. His important works include Padma Nadir Majhi (The Boatman on The River Padma, 1936) and Putul Nacher Itikatha (The Puppet's Tale, 1936), Shahartali (The Suburbia, 1941) and Chatushkone (The Quadrilateral, 1948).
আজ কাল পরশুর গল্প। পঞ্চাশের মন্বন্তর, কালােবাজারি, অনাহারে বহু লােকের মৃত্যু এবং চোরাকারবারিদের সামাজিক প্রতিজ্ঞা এই গল্পের পটভূমি। এর সাথে আরো অনেকগুলো গল্প থরে থরে সাজানো আছে বইটিতে। মতবাদ বিশেষের দোষগুণের বিচার সাহিত্য-সন্ধিৎসুর নয় ।কিন্তু সাহিত্যের নির্মাণশালা মতবাদের লৌহবাসরে নয়, আত্ম-উপলব্ধির নন্দনলােকে;তথ্য এবং তত্ত্বের বােঝাকে শিল্প মন্দিরের বহিঃপ্রাঙ্গণে ফেলে কেবল সত্যানুভবের সঞ্চয় নিয়েই সৃষ্টির আনন্দলােকে শিল্পীর প্রবেশাধিকার।
তাই আজকাল পরশুরগল্পের মত প্রখ্যাত রচনাতেও জীবন অনুপস্থিত,—সুস্থ আশাবাদের বলিষ্ঠ অভিব্যক্তি আকাঙ্ক্ষায় প্লট এবং চরিত্রগুচ্ছ এক বিশেষ মতবাদের জ্যামিতিক প্রতিপাদ্যের প্রজেকশন হিসেবেই যেন যান্ত্রিক পরিণামের পথে এগিয়ে যায়।
এই গল্পগ্রন্থের লেখাগুলোর মধ্যে আলাদা করে উল্লেখ করতে হয় দুর্ভিক্ষ নিয়ে যেসব গল্প মানিক লিখেছেন সেগুলোর কথা। মানুষ খেতে পাচ্ছে না, বাচ্চারা মায়ের বুকের দুধ না পেয়ে মারা যাচ্ছে, গায়ে দেওয়ার কাপড় নেই; এমনতর বিষয়ে লিখতে গেলে যে কেউ লেখায় দুঃখ আনতে চাইবে। কিন্তু মানিক এই কাজ না করে কেবল বাস্তবতাটাকেই তুলে ধরেছেন। যা বরং কৃত্রিম দুঃখের চেয়ে বেশি কষ্টের জন্ম দেয় পাঠকের মনে। আর এইটাই মানিকের শক্তির পরিচায়ক।
‘আজ কাল পরশুর গল্প’ মানিক বন্দ্যেপাধ্যায় রচিত ৯ম গল্পগ্রন্থ। দেশবিভাগের প্রাক্কালে এই বইটি প্রকাশিত হয়।
মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নক্ষত্র৷ তাঁকে অনেকে ‘কলমপেশা মজুর’ ও বলে থাকেন। কিন্তু এই গ্রন্থটি (এবং আরো কিছু গ্রন্থ) তাঁকে দেয়া এই অপবাদের মোক্ষম জবাব৷ তাঁর লেখা ‘ফ্রয়ডীয় ত্বত্ত্ব’ দ্বারা দারুণভাবে প্রভাবিত।
‘আজ কাল পরশুর গল্প’ গ্রন্থটিতে অন্তর্ভুক্ত গল্পগুলি মূলত দেশবিভাগের পূর্ববর্তী সময়ে বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। ‘পঞ্চাশের মন্বন্তর’ গল্পগুলির মূল উপজীব্য। অন্নবস্ত্রের অভাবে দূর্বীষহ মানব জীবন দারুণভাবে প্রতিফলিত হয়েছ এই গল্পগুলোতে। এছাড়া সমাজের উচ্চশ্রেণী কর্তৃক নিম্নশ্রেণী নির্যাতিত, নিগৃহীত ও নিষ্পেষিত হওয়ার প্রামাণ্য দলিলও এই গল্পগুলি।
সবগুলো গল্পই আমার দারুণ লেগেছে৷ যারা সত্যিকার অর্থে মানিক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান, অর্থাৎ যারা ‘প্রাগৈতিহাসিক’ পড়েছেন এবং ভালোবেসেছেন, তাদের জনই বইটি highly recommended.