Abul Mansur Ahmed (Bangla: আবুল মনসুর আহমেদ) (1898–1979) was a Bangladeshi politician and journalist. His political career helped him writing political satire. He is the most famous political satirist in Bangla literature.
He was honored with Bangla Academy Award in 1960 and Swadhinota Dibosh Padak (Independence Day Medal) in 1979. Tahmima Anam is his granddaughter.
প্লট ইন্টারেস্টিং। একজন ছেলের ধার্মিক পরিবার থেকে বেড়ে ওঠা ও পরবর্তীতে নাস্তিকতায় দিক্ষা লাভ। কিন্তু মনসুর সাহেব খুব ভালো ভাবে চিত্রিত করতে পারেন নি। প্রসঙ্গত এরকম বই এর ভালো উদাহরণ 'অলীক মানুষ'।
পড়া শুরু করার সময় মনে হইছিলো আবুল মনসুর আহমেদ এই উপন্যাসে ইউনিক কিছু রাখছেন । কিন্তু না এ খাঁটি প্রেমের উপন্যাস । হ্যাঁ উনার ধর্ম নিয়ে রঙ্গ তামাশা আগের মতোই উপভোগ্য ছিলো । তবে আগে যদি জানতাম এ প্রেমের উপন্যাস তাইলে এতো আগ্রহ নিয়ে পড়তাম না ।
এই বছরের পড়া প্রথম উপন্যাস। উপন্যাসের নাম দেখেই চমকে উঠেছিলাম। আবে হায়াত হল একটা ঝর্ণা যার ঠিকানা করো কাছে জানা নাই। এই ঝর্ণার পানি পান করলে মৃত্যু কোনদিন তাকে ছুঁতে পারবে না। হযরত খিযির (আ:) এই পানি পান করেছিলেন। আমাদের উপন্যাসের নায়ক হামিদ সেই আবে হায়াতের সন্ধান পেতে চান। আবে হায়াত খুঁজে পেতে পাড়ি দিতে হয় তাকে অনেক পথ। সেই পথে থাকে উত্থান পতন। উপলব্ধি ভাবাবেগ বিশ্বাস অবিশ্বাসের আত্মবিশ্বাস নির্ভরশীলতা এবং প্রেম। এক সময় পাঠকের মনে হতে পারে সেই আবে হায়াত কি হামিদ আদৌ খুঁজে পাবে। তার জন্য শেষ করতে হবে পুরো উপন্যাস। অনেক ভাল লেগেছে।