রবীন্দ্রনাথের সমসাময়িক জনপ্রিয় সুলেখক প্রভাতকুমার মুখোপাধ্যায়। হাতের লেখা অত্যন্ত ঝরঝরে ও চিত্তাকর্ষক। ছোটগল্পে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন।দেবী" ছোটগল্প নিয়ে সত্যজিৎ রায় রীতিমত দুর্দান্ত সিনেমা পর্যন্ত বানিয়ে ফেলেছেন। ফুলের মূ্ল্য,কাশীবাসিনী , পোস্টমাস্টার ,বলবান জামাতা বেশ ভালো গল্প।তবে ফুলের মূল্য" গল্পটি আমার বেশ পছন্দের।