"একটি ডাক শিশিরের ফোঁটার মতো, নিটোল, পাতার ডগায় ঝুলে আছে, টুপ করে জলতলে খসে পড়ে লাফিয়ে ওঠে ফের, যেন ফিরে যাবে। মাঝের নৈঃশব্দ্যগুলো, যখন শিশিরকণা ফের জমে উঠে পাতার ওপর, প্রায় চাক্ষুষ করা যায়। কখনো আকাশে অনেক ওপর দিয়ে উড়ে যাওয়া অসংখ্য পাখির কিচিরমিচির ধ্বনি-ধূসর নৈঃশব্দ্যের ঢেউ গড়িয়ে আসছে নুড়ি পাথর আর ঝিনুকের বিছানা দিয়ে।"
কী অপূর্ব গদ্য, কী অদ্ভুত সুন্দর সংজ্ঞা নৈঃশব্দ্যের। নৈঃশব্দ্য, নিঃসঙ্গতা আর প্রকৃতির এমন আশ্চর্য সন্নিবেশ সেই আরণ্যক পড়ার পর থেকেই কেবল খুঁজে খুঁজে ফিরেছি। দ্বিজেন শর্মা, প্রেমেন্দ্র মিত্র পেরিয়ে পরিমল ভট্টাচার্যেই যেন তার পরিপূর্ণ রূপ পেলাম।
ব্রিটিশ আমলে সাহেবরা কিছু কিছু জায়গাকে দিয়ে গিয়েছিল বিশেষ সার্টিফিকেট। বিহারের ছোটনাগপুর ও তার মধ্যে একটা। সৌন্দর্য আর আবহাওয়ার পাশাপাশি এখানকার দ্রব্যমূল্য হাতের নাগালে ছিল বলেই তারা যেকোন জিনিস দেখেই বলত ড্যাম চিপ, যার থেকে ড্যাঞ্চি হয়ে গেল স্থানীয়দের মুখে মুখে।
পরিমল ভট্টাচার্য এর এই বইটি লেখা হয়েছে মোটা দাগে তিনটা ভাগের মিশেলে। এক ভাগ সম্পূর্ণই দখল করেছেন সঞ্জীবচন্দ্র, বিভূতিভূষণ, সুনীল, সত্যজিৎ, বুদ্ধদেব বসুরা তাঁদের আশ্চর্য সব সৃষ্টির মাধ্যমে।
অন্য ভাগটি লেখকের আর সব লেখার মতোই (অন্তত এখন অব্দি আমার পড়া) স্মৃতিকথা আর ইতিহাসের মিশেল আর তৃতীয় ভাগটি তিন যুবকের ভ্রমণকাহিনী।
এই তিন কাহিনীই হাত ধরাধরি করে খুব ধীরে ধীরে প্রবেশ করতে থাকে পাঠকের মর্মে।
লেখকের শব্দচয়ন আর বর্ণনশৈলী অত্যন্ত আভাময়। যার ফলে চোখের সামনেই ফুটে উঠতে থাকে একের পর এক অত্যাশ্চর্য দৃশ্যকল্প। রংগুলো কখনো সবুজ, কখনো ধূসর তো কখনো সিপিয়া।
অরণ্যের দিনরাত্রি আর পালামৌ ক্ষণে ক্ষণে উঁকি দিতে থাকে লেখকের স্মৃতিহারানো পিসির অদ্ভুত দৃষ্টি আর একটা মৌলিক ঘ্রাণমাখা ছেলেবেলার পাউরুটির সাথে। মন্বন্তর আর হাড্ডিসার মানুষগুলোর ছবির সাথে সাথে ধরা দিতে থাকে তৎকালীন রাজনৈতিক আবহাওয়া।
তিন যুবকের ভ্রমণকালীন রেলের শৌচাগারের বর্ণনা আর ফরেস্টার জলেবির কাল্পনিক উঠোনের বর্ণনা যে একই মানুষের কলমনিঃসৃত বুঝতে কষ্ট হয়, অথচ দুটোই আশ্চর্য ব্যঞ্জনাময়। ব্যঞ্জনাময় সাজিদ মিয়া আর চানুয়া, অথচ দুজন দুসময়ের৷
হারানো এক সময়কে ফিরে পেতে আবার বছর কুড়ি পর লেখক ফিরে চলেন এক নগ্ন নির্জন রেলস্টেশনে।
কিন্তু প্রতিটা ভ্রমণের পর, প্রতিটা মুহূর্তের পর নতুন হয়ে উঠা মানুষগুলোর পক্ষে কি হারানোকে ফিরে পাওয়া সম্ভব?