"স্বগত নৈরাজ্য" গল্প সংকলনে রইল জনপ্রিয় গল্পকার সৈকত মুখোপাধ্যায়ের এমন উনিশটি গল্প যেগুলি আগে কোথাও কখনো গ্রন্থবদ্ধ হয়নি। বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত এই গল্পগুলির সূচনাবিন্দু আমাদের খুব চেনা দুনিয়ার মানুষজন। কখনো সে অবিরাম সাইকেলের খেলোয়াড়, কখনো কিডনি খোয়ানো একজন মানুষ, আবার কখনো জাতিদাঙ্গার আগুনে পলায়নপর এক যুবক। কিন্তু গল্প কিছুদূর এগোনোর পরে হঠাৎই বাস্তবের শেকড়ে লাগে কল্পনার ডানা। অভাবনীয় এক উচ্চতায় পৌঁছে যায় আবেগের তীব্রতা। আর সেই আবেগকে ধারণ করে থাকে এমন এক গদ্যভাষা যা একেবারেই লেখকের নিজস্ব— যে-ভাষা কবিতার সহোদর। অপ্রচলিত ফর্মে লেখা হলেও গল্পগুলির মধ্যে কোথাও কোথাও সুখপাঠ্যতার উপকরণ লুকিয়ে রয়েছে এ আমাদের বিশ্বাস।
তাঁর জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি অর্জনের পরে তিনি রাজ্য সরকারের অধীনে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দুই-দশকের লেখক-জীবনে তিনি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-সাহিত্য, উভয় ধারাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি যখন গল্প-উপন্যাস লেখেন, তখন ঘটনার বিবরণের চেয়ে বেশি প্রাধান্য দেন মানব-মনের আলোছায়াকে তুলে আনার বিষয়ে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁর বহু কাহিনি রেডিও-স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান।
গল্পগুলো কতোটা বুঝলাম জানি না, হয়তো জানতে চাইও না। এটুকু জানি, সৈকত মুখোপাধ্যায় এক ধরনের ঘোর সৃষ্টি করতে পারেন তার নিরীক্ষাধর্মী এসব গল্পে। সেই ঘোরের মধ্যে বারবার পড়তে চাই।