রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দা সিরিজে আমার সবচেয়ে প্রিয় বইটা বোধহয় "ভলিউম ২/২"; আরও সুনির্দিষ্ট করে বললে, জলদস্যুর দ্বীপ ১ ও ২ আমার অন্যতম প্রিয় গল্প।
আমি বিখ্যাত ক্লাসিক বই "ট্রেজার আইল্যান্ড" পড়ে একটা রিভিউ দিয়েছিলাম। কেউ একজন কমেন্টে বললো, 'তিন গোয়েন্দার "জলদস্যুর দ্বীপ" পড়ে দেখেন, "ট্রেজার আইল্যান্ড"-এর ধারের কাছেও নেই।'
তার কথা মত পড়লাম। অসম্ভব ভালো লাগলো আমার। আমার এতটাই ভালো লেগেছিলো যে আমি ঘোষণা দিয়েছিলাম, ট্রেজার আইল্যান্ডের চেয়ে জলদস্যুর দ্বীপ বইটাই বেশি ভালো।
এটা অবশ্য অনেক আগের কথা, তখন কিন্তু এতো কিছু বুঝতাম না; কোন বইয়ের সাথে কোন বই তুলনা করতে হয় সেটা না বুঝেই এতো বড় একটা মতামত দিয়েছিলাম! তাছাড়া তিন গোয়েন্দার প্রতি আলাদা অবেগ কাজ করত, আবেগে জলদস্যুর দ্বীপকেই বেশি ভালো বলেছিলাম। এখনও ভালো বলি, তবে এখন আর ট্রেজার আইল্যান্ডের সাথে তুলনা করি না, প্রতিটা বই-ই নিজ নিজ প্রেক্ষাপটে অনেক ভালো।
আমার কতটা ভালো লেগেছিলো জানেন?
আমি জলদস্যুর দ্বীপ অর্থাৎ ভলিউম ২/২ পিডিএফ পড়েছিলাম। কিন্তু বইটা এতই মন ছুঁয়ে গিয়েছিলো যে, পরে টাকা জমিয়ে এটার হার্ডকপি কিনেছি শুধুমাত্র বইটা নিজের সংগ্রহে রাখার জন্য! এরকম খুব কম বই-ই আছে যেটার পিডিএফ পড়ার পরে হার্ডকপি কেনা হয়!
এইটা পড়ে আমার ইমপ্রেশন ছিলো, ‘ট্রেজার আইল্যান্ড হু?'
সিরিজের মধ্যে এই বইটি আমার বিশেষ প্রিয়। এমনিতেই তো অ্যাডভেঞ্চার থ্রিলার খুব পছন্দ করি, তার সঙ্গে তিন গোয়েন্দার দুর্দান্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার!
জলদস্যুর দ্বীপ একটু দেরিতেই পড়া হয়েছিলো। যখন প্রথমবারের মতো পড়ছিলাম মনে হচ্ছিলো যেন আমিও তাদের সঙ্গে সঙ্গে প্রতিটা শ্বাসরুদ্ধকর রক্ত ছলাৎ করে ওঠা টানটান উত্তেজনাকর মুহূর্ত পার করছি।
আর সবুজ ভূতের কথা বলতে গেলে যেহেতু এই ভলিউমটাটি ডিঙিয়ে অন্যান্য ভলিউম পড়েছিলাম আর সেগুলোয় প্রায়ই সবুজ ভূতের রেফারেন্স পেতাম, অবশেষে মূল গল্প পড়তে পেরে গুপ্তধন পাওয়ার আনন্দ হচ্ছিলো!
বিঃ দ্রঃ বইটি সর্বশেষ পড়েছি কিশোর বয়সে, অতএব পুরোনো স্মৃতির উপর নির্ভর করে রিভিউটি লেখা।
• এখনো পর্যন্ত অ্যাডভেঞ্চার থ্রিলার ক্যাটাগরিতে পড়া সবচেয়ে সেরা বইয়ের গুলোর মধ্যে একটা। • আর তিন গোয়েন্দা সিরিজে এইটাকে সেরা পাঁচ এর মধ্যেই রাখবো
জলদস্যুর দ্বীপ আমার মতে অতুলনীয় একটি বই। এবং সবুজ দ্বীপ বইটিও মোটামুটি ভালোই লেগেছিলো। এই ভলিউমটিতেই প্রথম আবির্ভাব হয় ওমর শরীফ-এঁর। সেইসাথে ইয়ান ফ্ল্যাচার থেকে প্রশংসা পত্রও এই ভলিউমটিতে তিন গোয়েন্দা পেয়েছিলো।