Jump to ratings and reviews
Rate this book

তিন গোয়েন্দা ভলিউম #15

তিন গোয়েন্দা ভলিউম ১৫

Rate this book
পুরনো ভূত, জাদুচক্র, গাড়ির জাদুকর

254 pages, Paperback

First published January 1, 1994

1 person is currently reading
45 people want to read

About the author

Rakib Hassan

579 books393 followers
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন।
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা।
রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (39%)
4 stars
97 (47%)
3 stars
22 (10%)
2 stars
4 (1%)
1 star
1 (<1%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Farhan Nayem.
170 reviews2 followers
July 25, 2024
তিন গোয়েন্দা ভলিউম ১৫ মোট তিনটা গল্প দিয়ে সাজানো হয়েছে।:পুরনো ভূত,জাদুচক্র ও গাড়ির জাদুকর।

১.পুরনো ভূতঃ দ্বীপটার নাম রেকার'স রক। ছবি তুলতে এখানে এসেছে তিন গোয়েন্দা,উদ্দেশ্য ছবি বিক্রি করে কিছু আয় করা। কিন্তু ওরা কিছু ছবি তোলার পরই দুজন লোক কেড়ে নিতে চাইলো সেগুলো। লোকগুলো কারা? ছবিগুলোর ভেতর কি বা এমন আছে যার জন্য তারা ছবিটা কেড়ে নিতে চাচ্ছে? প্রশ্নের উত্তর জানার জন্য তদন্তে নামলো তিন গোয়েন্দা।


সামান্য ছবি চুরির ঘটনাকে কেন্দ্র করে যেভাবে গল্প এগিয়েছে তাতে প্রথমে কেসটা খুব সহজ মনে হয়েছিল আমার। কিন্তু ক্লাইম্যাক্সে যেভাবে একের পর এক রহস্য উন্মোচন হয়েছে তাতে বেশ অবাকই হয়েছি বলা চলে। বিশেষ করে শেষটা যে এমন হবে আমি মোটেই ভাবিনি।

★রেটিংঃ ৪.৫/৫


২.জাদুচক্রঃ নুবার প্রেসে জুনিয়র ক্লার্কের কাজ নিল তিন গোয়েন্দা। কিন্তু হঠাৎ প্রেসে আগুন লেগে গেল। আর সেই সাথে চুরি হয়ে গেল বিখ্যাত অভিনেত্রী মিস ম্যাকফির বইয়ের পান্ডুলিপিটাও। দুইটি ঘটনা কি বিচ্ছিন্ন? নাকি একটার সাথে আরেকটার যোগসূত্র রয়েছে? রহস্যে জড়িয়ে পড়ল গোয়েন্দারা।


গল্পের প্রথমদিকে একটু "হরর এলিমেন্ট" থাকলেও পুরো গল্পটা এগিয়েছে একটা হারিয়ে যাওয়া পান্ডুলিপি খোঁজাকে কেন্দ্র করে। এই গল্পে কিশোর যেভাবে ধাপে ধাপে রহস্য সমাধান করেছে তা দারুন লেগেছে আমার। বিশেষ করে শেষের টুইস্টটা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে।

★রেটিংঃ ৪/৫


৩.গাড়ির জাদুকরঃ একটা গাড়িতে করে রকি বীচ এলো কিশোরের কাজিন নিকি পাঞ্চ। কিন্তু পুলিশ তাকে গাড়ি চুরির দায়ে গ্রেপ্তার করল। এদিকে নিকি বলছে সে নির্দোষ,অন্যদিকে গোয়েন্দারাও মানতে নারাজ নিকি গাড়ি চুরির সাথে জড়িত। অগত্যা গাড়ি চুরির কেসে জড়িয়ে পড়ল ওরা। তিন গোয়েন্দা কি পারবে গাড়িচোরদের হাতেনাতে ধরতে? পারবে কি নিকিকে নির্দোষ প্রমাণ করতে?


ভলিউমের বাকি দুইটি গল্পের তুলনায় এ গল্পটা তেমন ভালো লাগেনি আমার। কারণ কিশোরের মাথা খাটানোর মতো তেমন কিছু ছিল না গল্পটাতে। তবে শেষটায় ছিল একশন আর টানটান উত্তেজনা। সব মিলিয়ে,মোটামুটি ভালো বলা যায়।

★রেটিংঃ ৩/৫
13 reviews
June 20, 2018
পুরনো ভূত:প্রশান্ত মহাসাগরে ছোট্ট মোটরবোটে ক্যামেরা নিয়ে এসেছে তিন গোয়েন্দা।উদ্দেশ্য ভালো ছবি তুলবে।ফান্ডে টাকা নেই তাদের,টাকা আয় করার জন্যে রবিনের বাবার পত্রিকায় দিতে সুন্দর ছবি লাগবে।ক্যানূ আর ইন্ডিয়ানদের খেলা শুরু হলে তার ছবি তুলতে লাগলো তিন গোয়েন্দা,এমন সময় তাদের মোটরবোটে আঘাত করলো একটা মোটরবোট, ফাঁকা।কিন্তু মোটরবোটে রয়েছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ!
একসময় তিন গোয়েন্দাদের কাছ থেকে ছবি গুলো ছিনিয়ে নিতে লোক লাগলো তাদের পিছোনে,অ্যাটাক পর্যন্ত করলো!কেন কি এমন থাকতে পারে ছবিগুলোতে যেগুলো পাওয়ার জন্য মরিয়ে হয়ে উঠেছে লোকগুলো?আর ভেসে আসা, রক্ত শুকিয়ে যাওয়া মোটরবোটেরইবা কানেকশান কি ছবিগুলোর সাথে?


জাদুচক্র:থালিয়া ম্যাকাফি একসময়কার জনপ্রিয় অভিনেত্রী।আগে যেমন তাক লাগানো সুন্দরী ছিলেন এখনো আছেন।একসময় যত ছবি করেছিলেন সবগুলোর নেগেটিভ কিনে নেন তিনি।একটা আত্মজীবনী মূলক বইয়ো লিখেছেন।সে পাণ্ডুলিপি যেদিন প্রকাশনীর কাছে নিয়ে এলেন তার সেক্রেটারি সেদিনই আগুন লাগলো প্রকাশনীতে।একই সাথে চুরি হলো তার সব সিনেমার নেগেটিভ গুলোও।জড়িয়ে পড়ল তিন গোয়েন্দা,তারা কি পুরাতন এই অভিনেত্রির প্রতিভার কথা সবাইকে জানিয়ে দিতে পারবে?পারলেও কীভাবে?

গাড়ির জাদুকর:বসন্তের সকালে যখন মুসা ইয়ার্ডে বসে তার গাড়ি মেরামত করছে তখন চকচকে একটা গাড়ি নিয়ে বেড়াতে আসে কিশোরের খালাতো ভাই নিক।সেই মুহূর্তেই পুলিশ ঢুকে অ্যারেস্ট করে নিককে,অভিযোগ দেয় চোরাই গাড়ি হিসাবে।নিকের কথা অনুযায়ী গাড়িটা একজন তার ভাইয়ের কাছে পৌছে দিতে বলেছে,কথাটার পেছনে যখন যুক্তি খুঁজে পেল তিন গোয়েন্দা তখন বুঝল নিক সত্যি কথাই বলছে।এবার নিককে নির্দোষ প্রমাণ করতে কাজে লেগে পড়ল তিন গোয়েন্দা।উদ্দেশ্য এইসব গাড়ি চোরদের ধরা।তারা কি পারবে নিককে নির্দোষ প্রমাণ করতে?

রকিব হাসান পর্যন্ত তিন গোয়েন্দা একেক্টা মাস্টারপিস,কিন্তু ১০০ ভলিউম পার হলেই যেন আগের তিন গোয়েন্দাকে আর পাওয়া যায় না।সেই হিসাবে এই বইটা পুরাই সোনা!

পড়ার আমন্ত্রণ রইল!
Profile Image for Manila.
6 reviews
October 25, 2019
As far as I remember, I borrowed it from one of my friends.However, I don't know why three of them suddenly got so boring!Is it because I chose a boring class to read it?
Profile Image for Bookreviewgirl_xo.
1,186 reviews99 followers
May 18, 2025
পুরনো ভূত: ৪/৫

জাদুচক্র: ৪.২৫/৫

গাড়ির জাদুকর: ৩.৭৫/৫
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.