রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
এই ভলিউমের গোরস্তানে আতঙ্ক ছাড়া অন্য সব ভালো লেগেছে। গোরস্তানে আতঙ্ক গল্পটি আসলে ভালো লাগেনি কারন কিশোর আর রবিন। আরে মুসা না হয় চেয়েছিল তার বুদ্ধি দেখাতে। কিন্তু কিশোরের মোটেই মুসার সাথে অমন করা উচিত হয়নি। রবিনকে তাও ছাড়া যায়। কিন্তু কিশোরকে না। পারলে আমি ওর মুখে একটা গিরগিটি ছেড়ে দিতাম!( যারা কিশোরকে পছন্দ করেন তাদের কাছে আমি খুবই দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না।)