"মাইনোরিটি হলেই কি দেশ ছেড়ে চলে যেতে হবে? নিজেকে হিন্দু না ভেবে বাঙালি ভাবো, যেভাবে আমরা ভাবতাম মুক্তিযুদ্ধের সময়। তখন বুকে অনেক সাহস পাবে। কারণ এদেশে শতকরা নিরানব্বই, দশমিক নয় জনই বাঙালি। যারা রাজাকার, বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায়, যারা ধর্মের নামে বাঙালি জাতিকে ভাগ করতে চায়, পাকিস্তানের গোলামি করতে যারা ভালোবাসে, তারা হাজারে একজনও নয়। আমরা বরং তাদেরই পাকিস্তান পাঠিয়ে দেবো। তাদের জন্য কেন আমরা নিজেদের দেশ ছাড়তে যাবো, যে দেশের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে?"
১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর ঢাকাসহ সারা বাংলাদেশে সৃষ্ট দাঙ্গার প্রেক্ষাপটে লেখা এ কিশোর উপন্যাস। বন্ধুত্ব, ভালোবাসা, অসাম্প্রদায়িকতা আর মানবতার অপূর্ব মিশ্রণ 'আলোর পাখিরা'।