রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
সেই ২০০১ এর কথা মনে করিয়ে দিলো এই বই। তিন গোয়েন্দা শেষ পড়েছি দেড় দশকেরও বেশি,কিন্তু এখনো "রাতের আঁধারে" এবং "তুষার বন্দি" এই ২ টি গল্পের খানিকটা মনে আছে।সম্ভবত এই ২ গল্পে কিশোরদের জায়গায় প্রাপ্তবয়স্কদের বসিয়ে দিলেও কাহিনীতে তেমন প্রভাব পড়বেনা বলে।
Last read more than one and half decade ago..Still remember parts of stories from this volume.Due to time or my age,i don't remember a single other story of tin goyenda now.