রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দা আমার পড়া সবগুলাই ভলিউম। কোন সিংগেল বই পড়ি নাই জীবনে৷ এজন্য আমার স্কুল বন্ধু রিক্তনকে এখানেই ধন্যবাদ জানিয়ে গেলাম। তার কাছ থেকে নিয়েই এসব ভলিউম আমার পড়া। ইকনোমিক্সে law of diminishing returns বলে একটা ব্যাপার আছে। এদ্দুর ভলিউম পড়েই আমার চাহিদা কমে গিয়েছিল। সব গল্পই একই চক্রে যেন ঘুরেই যাচ্ছিল। তাই এখানেই ক্ষান্ত দিয়েছিলাম।