রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
হারানো জাহাজ আর পোষা ডাইনোসর মোটামুটি ভালো। কিন্তু শাপদের চোঁখ যে কতটা বিশ্রী! পুরো অখাদ্য!( অবশ্য আমি কিশোরকে দেখতে পারি না বলে হয়তো এটা আমার কাছে ভালো লাগে নি। অন্যরা ট্রাই করে দেখতে পারেন। কিজানি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে।)
হারানো জাহাজ গল্পটাই বেশি ভালো লাগছে। বাকি দুইটা খুব একটা না। তবুও আপনারা যারা পড়েননি তারা পড়ে দেখবেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে! সবার রুচিতো আর এক না।