মেয়েটির নাম সাঁঝবাতি। সন্ধেবেলা তার জন্মলগ্ন। সেই মুহূর্তে মেয়েটি দীপের আলোর মতো জ্বলে উঠেছিল। সন্ধে হলে মেয়ের গা দিয়ে আলো বেরোতে দেখেন ওর চিত্রকর বাবা। ছবি আঁকায় আর আঁকার ভাবনায় ডুবে আছেন তিনি। সেই ভাবনা থেকে এক একসময় তিনি সৃষ্টিরহস্যের কথা বলেন অবিরল। এইসব কথা শুনতে শুনতে আর বাবাকে দেখতে দেখতে বড় হয় মেয়েটি। তার নিজের ভেতরেও অন্য এক সত্তার অস্তিত্ব অনুভব করে সে। জীবনের রূপকথারা তাকে ঘিরে ধরে যেন। তারা বলে তুমি লেখো, লেখো। বাবা আর মেয়ের জগৎকে আঁচলের ছায়ায় ঘিরে রাখেন সাঁঝবাতির মা। এই পরিবারের একজন হয়ে যায় চিত্রকরের ছাত্রী দীপু। এই মানুষগুলির অন্তরে একদিন সংঘর্ষের ঝড় ওঠে। একে অপরের থেকে তারা ছিন্ন হয়ে যায়। কিন্তু সৃষ্টিমগ্ন ভালবাসা তাদের আবার কাছে টেনে আনে।
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।
জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
One of the best books I have read in recent times. And all praises to Joy Goswami, undoubtedly the best writer of modern times in bengali literature. Tukun's character is so finely blended with innocence and imagination yet vividly strong, independent and courageous.How the writer depicted inside-the-mind of an artist is just outstanding. Probably painting with words couldn't get any better.
Some might differ with the ethical values described through some of the characters, (well, I did) but no one, literally no one, can deny the magic of JOY GOSWAMI. Reading this book is pure bliss. It's astonishing to read and to realize that the author has thought about things or about this world in that way.
Perfect for those who see the world differently or want to observe it differently.