Ashraful Alam9 reviews3 followersFollowFollowJuly 20, 2013তারেক প্রথম ২০১০ এর দিকে সুজিত সরকারের এই কবিতার বইটা ধরিয়ে দেয় আমাকে। এক টানে পড়ে ফেলেছিলাম। অদ্ভুত লেগেছিলো। মাথার ভেতর লাইনগুলো ঘুরতে থাকে লুপের মতন। 'দেয়াল তুললেই ঘরভেঙ্গে ফেললেই পৃথিবী'এমন সব ছোট ছোট কবিতা অথচ কত বিরাট মনে হয় পড়ার পর।