NIRBACHITO VUTER GALPA [Horror Stories] edited by Ranjit Chattopadhyay
প্রচ্ছদ ও অলংকরণ - অমিয় ভট্টাচার্য
ভূতের গল্প – এই শব্দব্রহ্মের মধ্যেই রয়েছে এক দুর্নিবার আকর্ষণ। ভূতের গল্প মানেই আলাদা একটা স্বাদ। অন্যরকম এক প্রত্যাশা। একটা গা-ছমছম রহস্য, কিংবা, গা –শিরশির রোমাঞ্চ। এমন-কিছু কার্যকলাপ, যা ভেঙে দেয় সত্যিমিথ্যের মধ্যবর্তী দেওয়াল, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা অসম্ভব। অথচ যার আলাদা একটা আবেদন রয়েছে। ভূতের গল্প পড়তে ভালোবাসেন না, এমন পাঠক দুর্লভ। ভূতে বিশ্বাসী হোন বা অবিশ্বাসী, বয়স হোক নয় কিংবা নব্বই – সব বয়সের, সব-শ্রেনীর পাঠকের কাছেই ভূতের গল্পের অপ্রতিরোধ্য টান। মাত্রায় বড়জোর কম কিংবা বেশি। বাংলা ভাষায় ভূতের গল্প বড় কম লেখা হয়নি। ভূতের গল্প নিয়ে ইতস্তত সংকলংগ্রন্থও যে কিছু-কিছু প্রকাশিত হয়নি, এমন কথাও বলা যাবে না। কিন্তু একটা কথা বলতেই হবে যে, ভূতের গল্পের একটি সুষ্ঠু, ব্যাপ্ত ও সম্পূর্ণাঙ্গ সংকলনের অভাব তা সত্ত্বেও এতকাল মেটেনি। দীর্ঘকাল ধরেই এই অভাব অনুভূত। এই অভাববোধের কারণ সংকলনগ্রন্থের মধ্যে নিহিত। প্রধানত দুটি দিক থেকে অসম্পূর্ণ অধিকাংশ সংকলন। প্রথমত, প্রায় প্রতিটি সংকলনেই গল্পগুলি-দেখা যাবে যে-সচরাচর নির্বাচন করা হয়েছে ছোটদের কথা ভেবে। নিছক ছোটদেরই উপযোগী গল্প বেছে নেবার ফলে ফলে সংকলংগ্রন্থগুলির স্বাদ যেমন একদিকে সর্বজনভোগ্য হয়ে ওঠে না, অন্যদিকে তেমনই পাঠকরাও বঞ্চিত হয় বহু বিশিষ্ট সাবালকপাঠ্য গল্পের স্বাদ থেকে। দ্বিতীয়ত, এই জাতীয় সংকলনগুলি কলেবরেওপ্রায় ক্ষেত্রেই বড় বেশি ছোটমাপের। আকারগত কারণেই এই সংকলনগুলিতে অক্ষুণ্ণ রাখা সম্ভবপর হয় না ঐতিহ্য ও ধারাবাহিকতা। এলোমেলো ভাবেই অন্তর্ভূক্ত বা বর্জিত হন লেখকরা। অথচ কোনও সার্থক ও সম্পূর্ণাঙ্গ সংকলন-গ্রন্থে এমনটি হবার কথা নয়। এমন-কি ভূতের গল্পের সংকলন-গ্রন্থেও ণয়। গত একশো বছরে বাংলা সাহিত্যে ভুতের গল্প হয়ে উঠেছে স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ একটি ধারা। এমন কোনও প্রধান বাঙালী লেখকের নাম মনে পড়ে না, যিনি জীবনে একটি অন্তত অবিস্মরণীয় ভূতের গল্প লেখেননি। তাই, বাংলা সাহিত্যের ভূতের গল্পের কোনও সুষ্ঠু সংকলনে শুধু-যে লেখক-তালিকাটি দীর্ঘ হতেই বাধ্য তা নয়, একইসঙ্গে সে-তালিকার হয়ে ওঠার কথা উজ্জ্বল, গুরুত্বপূর্ণ ও পরম্পরাময়। যেমন হয়েছে এই সংকলনে। নির্বাচিত ভূতের গল্পের এই প্রতিনিধিস্থানীয় সংকলনে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় থেকে শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রকুমার রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত - কে নেই।গত একশো বছরের প্রত্যেক গুরুত্বপূর্ণ লেখক এই সংকলনে। এই আমলের সত্যজিৎ রায়, সমরেশ বসু, বিমল করের যেমন, তেমনই অতি সাম্প্রতিক কালের সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি শেখর বসুর স্মরণীয়তম ভূতের গল্পটিকে পর্যন্ত এই সংকলনের দু-মলাটের মধ্যে নতুন করে আবিষ্কার করবেন এ-সংকলনের পাঠক। বলা যায় একশো বছরের লেখকদের মধ্যেই এক নতুন সেতু রচনা করল এই সংকলন। একইসঙ্গে বলতে হবে যে, এই প্রথম নিছক ছোটদের মুখ চেয়ে তৈরি হয়নি কোনও ভূতের গল্পের সংকলন। সঙ্গত কারণেই এ-সংকলনে অন্তর্ভূক্ত হয়েছে বয়স্ক পাঠকদের জন্য লেখা বিভিন্ন বরণীয় লেখকের স্মরণীয় ভূতের গল্পগুলি। সংকলনকালে দৃষ্টি রাখা হয়েছে স্বাদের দিক থেকে বৈচিত্রময়তার দিকেও। বিশুদ্ধ ভূতের গল্প, অতিপ্রাকৃত রসের গল্প, ভয়ানক রসের গল্প (ইংরেজীতে যার নাম হরর স্টোরি) – সব ধরনের গল্পকেই নির্বাচন করা হয়েছে এই সংগ্রহে। ফলে, সব মিলিয়ে। ‘নির্বাচিত ভূতের গল্প’ হয়ে উঠেছে সার্থক ও স্বাদু, স্বয়ম্প্রভ ও সম্পূর্ণাঙ্গ, ব্যাপক ও বৈচিত্রময় এক সংকলন।
A stellar collection, and an absolutely compulsory read for anyone who likes ghost stories. It contains hidden as-well-as forgotten jewels belonging to several sub-genres within horror. Highly Recommended.
খুব সুন্দর বই। পড়ার ধৈর্য কমে গিয়েছিলো তাই ছোট গল্প পড়তে চাচ্ছিলাম যাতে অভ্যাস হয়। দ্বিতীয়ত ভয় পেতে ভালো লাগে :3 অনেক অনেক লেখক কাউকেই চিনতাম না,খুবই সুন্দর লেখনী, নতুন অভিজ্ঞতা। ভালো লেগেছে তাই অনেক।