এই বইয়ের গল্পগুলোর রচনাকাল বিংশ শতকের প্রথম থেকে। প্রথম দিকের গল্প গুলোতে রহস্যের স্বাদ সেভাবে পাওয়া না গেলেও পড়তে খুবই ভালো লাগে। এর আগে রহস্য রোমাঞ্চ নিয়ে গল্প লেখা হলেও একজন গোয়েন্দার আবির্ভাব বাংলা গল্পে সবে শুরুর দিকে। অনেক গল্পে সাদামাটা খুন এবং তার সাথে খুবই সহজেই অপরাধী ধরা পড়ে। কয়েকটি গল্পে আবার গোয়েন্দা থাকলেও শুধু খুনির ছক ধরা পড়ে, খুনি নয়। সবমিলিয়ে গল্পগুলো পড়ার মতো। গোয়েন্দা গল্পের বিবর্তন বোঝা যায় গল্পগুলো পড়ে।
জম্পেশ একখানা বই। বাংলা সাহিত্যের প্রায় বিস্মৃত কিছু গোয়েন্দা গল্পের স্বাদ পেলাম। বাংলায় গোয়েন্দা কাহিনি লেখার শুরুর দিকের গল্প থেকে একদম আনকোরা নতুন সময়ের গল্পগুলোও স্থান পেয়েছে।
সংকলক মশাইরা একটা কাজ ভুল করেছেন- কোনরকম ভূমিকা না দেয়া। তাহলে এইসব গল্প লেখা আর বাংলায় গোয়েন্দা সাহিত্যের ইতিহাসের পাশাপাশি উনাদের সংগ্রহের কাহিনিটাও জানা যেত। যদিও অন্যান্য গোয়েন্দা সংকলনে অল্পবিস্তর পড়েছি। তবু উনাদের এই পরিশ্রমসাধ্য কাজের অভিজ্ঞতা তাতে নতুন মাত্রা যোগ করতো। সেই আফসোসটা থেকে যাবে।