মায়েদের জন্য এই বই। এই বই তাঁদের ছেলে-মেয়েদের জন্যও যাদের বিশ্বাস, আমার মা সব জানে।আমার মা সব জানে- ছোটদের এই সরল বিশ্বাসকে ভেঙে দিতে কোনও মায়েরই মন চায় না। কেননা একটা বয়স পর্যন্ত যত আবদার, যত জিজ্ঞাসা সবই চলে মায়ের কাছে। অথচ, সংসারের হাজার ঝকমারির মধ্যে মায়ের পক্ষে সজীব, সর্বজ্ঞ, বিশ্বকোষ হয়ে-ওঠা সম্ভবপরই নয়। মাকে তাই অনেক সময় বানিয়ে-বানিয়েও দিতে হয় চটজলদি জবাব। তার মধ্যে বহু ভুলও থেকে যায়। থেকে যাওয়াটা আশ্চর্য কিছু নয়। ছোটরা কিন্তু সেই জবাবই বেদবাক্য হিসেবে মনে রেখে দেয়। কেননা, তাদের অটল বিশ্বাস- আমার মা সব জানে। এইভাবেই অজান্তে, কখনও-বা অসতর্কতায়, ছোটদের মনের গভীরে চারিয়ে যায় কিছু ভুল শিক্ষা, কিছু-বা কুসংস্কার।শুধু এদেশে বলে নয়, সব দেশেই এমনটা ঘটে। মায়েদের কথায় যাতে ভুলভ্রান্তি না থেকে যায়– মায়েরাও তাই জানতে চান বহু প্রশ্নের জবাব। সহজ ভঙ্গিতে, সহজ ভাষায়। ঠিক সেইভাবে যেভাবে ছোটরা জানতে চায় মায়ের কাছে।এই বইতে সেইরকমই কিছু প্রশ্ন আর তার সহজ, নির্ভুল, সংক্ষিপ্ত জবাব। প্রশ্নে-প্রশ্নে অস্থির করা হচ্ছে মাকে, সাত-কাজের মধ্যেও মা জবাব দিয়ে যাচ্ছেন হাসিঠাট্টার হালকা চালে। ঠিক এই ভঙ্গিতে লেখা। কোথাও পাণ্ডিত্যের ভার নেই, ভয়-দেখানো ভাষা নেই। ফলে, মাকে হাতের কাছে কখনও না পেলে, এই বইটাই ছোটদের কাছে তাদের মায়ের হয়ে জবাব জোগাবে। এ-বইতে নাক ডুবিয়ে বসে থাকবে তারা। শুধু বাংলা ভাষাতেই নয়, এ-ধরনের একটি বই বিশ্বেই বুঝি এই প্রথম। প্রতিটি মায়ের চাই এই বই, প্রতিটি শিশুরও। জনপ্রিয় প্রথম ও দ্বিতীয় খণ্ডের পর সাড়াজাগানো এই বইটির তৃতীয় খণ্ড প্রকাশিত হল।
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু | ' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি | ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন | একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার | ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ