গল্পের শুরুতেই কিশোর-মনকে আকর্ষণ করেন বিমল কর। বৈঠকিচালে, খানিকটা মন্থরভঙ্গিতে যে-গল্প শুরু হয়, তার মধ্যে ছোটরা ঢুকে পরে অনায়াসে, অবলীলায়।
কাহিনীবিন্যাসের চমকে, অনাবিল হাস্যরসের ধারায়, নিখুঁত চরিত্রচিত্রণে লেখকের কিশোর-কাহিনীগুলি ছোটদের হৃদয় জয় করেছে। অথচ বিমল কর ছোটদের জন্য লেখা আখ্যানে কখনও অকারন রোমাঞ্চের অবতারণা করেন না। শিশুমনে কুপ্রভাব ফেলতে পারে এমন ঘটনা বর্জন করেন। একই সঙ্গে অবাস্তব বিশয়কেও আনেন না গল্পের ত্রিসীমানায়।
তাঁর গল্পগুলি ভরপুর বিষয়বৈচিত্রে। হাসির ঘটনা কিংবা অলৌকিক কাহিনী যেমন আছে, তেমনই কল্পবিজ্ঞান বা গোয়েন্দারহস্য। এর পাশাপাশি কিশর-পাঠকদের প্রিয় ডাকাতদের গল্প। সব ধরনের গল্পেই তিনি সার্থক।
কিশোরদের জন্য লেখা তাঁর নানা স্বাদের উপন্যাসগুলি এবার এক মলাটে এনে প্রকাশিত হল দশটি কিশোর উপন্যাস। এখানে আছে, ওয়াণ্ডার মামা, গজপতি ভেজিটেবল শু কোম্পানি, অলৌকিক, সিসের আংটি, হারানো জীপের রহস্য, কিশোর ফিরে এসেছিল, মন্দারগড়ের রহস্যময় জ্যোৎস্না, কালবৈশাখীর রাত্রে, হারানো ডায়েরির খোঁজে ও রাবণের মুখোশ।
Bimal Kar (Bengali: বিমল কর) was an eminent Bengali writer and novelist. He received 1975 Sahitya Akademi Award in Bengali, by Sahitya Akademi, India's National Academy of Letters, for his novel Asamay.
বিমল কর-এর জন্ম ৩ আশ্বিন ১৩২৮। ইংরেজি ১৯২১। শৈশব কেটেছে নানা জায়গায়। জব্বলপুর, হাজারিবাগ, গোমো, ধানবাদ, আসানসোল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কর্মজীবন: ১৯৪২ সালে এ. আর. পি-তে ও ১৯৪৩ সালে আসানসোলে মিউনিশান প্রোডাকশন ডিপোয়। ১৯৪৪-এ রেলওয়ের চাকরি নিয়ে কাশী। মণিলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘পরাগ’ পত্রিকার সহ-সম্পাদক, পরে ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকা ও ‘সত্যযুগ’-এর সাব-এডিটর। এ-সবই ১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে। ১৯৫৪-১৯৮২ সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮২-১৯৮৪ ‘শিলাদিত্য’ মাসিক পত্রিকার সম্পাদক। বহু পুরস্কার। আনন্দ পুরস্কার ১৯৬৭ এবং ১৯৯২। অকাদেমি পুরস্কার ১৯৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার ১৯৮১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহদাস পুরস্কার ১৯৮২। ‘ছোটগল্প—নতুন রীতি’ আন্দোলনের প্রবক্তা।
"হারানো জীপের রহস্য" পড়লাম আলাদা করে। আলাদা এন্ট্রি নেই বলে এই বইয়ের এন্ট্রিতে লিখছি মতামত। এই সংকলনেও আলোচ্য উপন্যাসটি রয়েছে। কল্পবিজ্ঞান উপন্যাস। এক দুর্ঘটনার রহস্যভেদ করতে হবে। একভাবে চলছিল, শেষের ৪পাতায় উপন্যাসের আগাগোড়া গেঁজিয়ে গেঁজিয়ে বলা দুইরকমের লজিককে সম্পূর্ণ ভুল বলে দিয়ে হঠাৎ করেই "সব রহস্য জানা যায় না বোঝা যায় না", বলে উল্টোপাল্টাভাবে শেষ হয়ে গেল। লেখকের জীবনকালে তাঁর সঙ্গে সাথে দেখা হলে বলতাম মশাই আপনার এসব ধম্মে সইবে??? অ্যাঁ? বিগত দশকে আনন্দের কিশোর উপন্যাসগুলিতে কল্পবিজ্ঞানের বেশিরভাগ প্রচেষ্টাই বোগাস। স্ট্রেট অন বোগাস। _______________________________________________
"গজপতি ভেজিটেবল শু কোম্পানি" হাসির উপন্যাস লিখতে গিয়ে হাসির খোরাক কম প্রোডিউস করা একটি মোটামুটি ভালো কাহিনি।
_______________________________________________
"হারানো ডায়েরির খোঁজে" একটি অখাদ্য রহস্য কাহিনি। (কিকিরা সিরিজের নয়)